আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাব কাজল রাতে আজ

ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা... যে জীবন পায়নি সুখের দেখা , পায়নি খুঁজে হারানো পেনসিল – শুভ্র খাতায় কাব্য শুধু লেখা সমাপ্তিতে হয়নি ছন্দ মিল । জীবন ছিল শুধুই বেঁচে থাকা , শীতের যত বিবর্ণ পত্রে – রং-তুলিতে বিষাদ স্বপ্ন আঁকা শেষ কবিতার প্রতিটি ছত্রে । জীবন জুড়ে কান্না শোকের ব্যথা , হৃদয় পটে বিষাদ টলমল – উড়ে গেছে ছিন্ন পালক গাঁথা নয়ন তলে ফোঁটায় ফোঁটায় জল । জীবন ছিল ঝরা পাতার মতন , মৌন রাতে গদ্য লেখার খাতায় – নিজের গদ্য হারিয়ে গেছে কখন শিশির ঘাসে শুভ্র পালক খোঁজায় । তোমার আমার দেখা যদি হত , শেষ বিকালের মিষ্টি রোদের ছায়ায় – রক্তজবায় রক্ত যত আছে দিতাম তুলে কৃষ্ণ তোমার কায়ায় । জীবন জুড়ে শুধুই বালুচর , মরা নদীর যত বিষাদ জল – ভেঙ্গে গেল হৃদয় খেলাঘর ঢেউয়ের মাঝে পায়নি খুঁজে তল । চলে যাব কাজল রাতে আজ , নিশান্তের এই শিশিরেরে পথে – রেখে যাব ধূসর জীবন সাজ ফিরব না আর মৃত্যু করোটিতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।