আমাদের কথা খুঁজে নিন

   

মগের মুল্লোক নাকি?

I love politics. I want death of those who killed our Army officers. মগের মুল্লোক নাকি? এরা ঠিকভাবে তদন্ত করতে পারছেনা আর সেটার প্রতিবাদও করা যাবেনা বা কিছু বলা যাবেনা সেটা কি হয়? শয়তানীর একটা সীমা আছে? আমরাকি হিটলারের আমলে বাস করছি? ড.জোসেফ গ্যোবলস্ মিডিয়াতে নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করতো ও মিডিয়াকে কন্ট্রোল করতো। সেটার পরিণতি খারাপ ছিল। পুলিশের ঠিকভাবে তদন্ত যদি হয় তাহলে সেটাতেই আমরা খুশী। পুলিশ বা র্যাব বা ডিবির দিক দিয়েতো কোন তাগিদ দেখছিনা! ব্যাপারটা এমন দাড়িয়েছে যে আমাদেরই এখন ঠ্যাকা পরেছে গুতিয়ে গুতিয়ে পুলিশের কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা। কেউ যদি অন্য খাতে ঘটনাটা ঘুড়ানোর চেষ্টা করে এর পরিণতি কিন্তু খারাপ হবে। খুনীদের ধরতে হবে আর তা না হলে সবক'টার পতন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।