আমাদের কথা খুঁজে নিন

   

জুম'আর নামাজ

আল্লাহ তালার নিকট নামাজের ন্যায় প্রিয় সামগ্রী আর নাই ।এই জন্যই কোরআন হাদীসে নামাজের জন্য যত তাকীদ এসেছে এত তাকিদ অন্য কোন এবাদতের জন্য নাই ।এই নিমিত্তেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ;বরং জন্মের বহু পূর্ব হইতে মৃত্যুর বহু পর পর্যন্ত আল্লাহর অসংখ্য নেয়ামত অজস্রভাবেই বান্দার উপর বর্ষিত হইতে থাকে, তাহার কিঞ্চিত শোকর আদায়ের জন্য দৈনিক পাচ বার নামাজ আদায় করা নির্ধারিত করা হইয়াছে ।সপ্তাহে সাতটি দিন তন্মধ্যে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন ।কেননা এই দিনেই সবচেয়ে বেশি নেয়ামত দান করা হয়েছে ।এমন কি আদি মানব হযরত আদম আ কেও সৃষ্টি করা হয়াছিল ।কাজেই এই দিনে একটি বিশিষ্ট নামাজের হুকুম হয়েছে।*রাসূলুল্লাহ (স.) এরশাদ করেন:- (1)জুমার দিনে এমন একটি সময় আছে যে, সেই সময় কোন মুমিন বান্দা আল্লাহর নিকট যা কিছু ছাইবে তাহাই পাইবে ।(বোখারী) (2)জুমার রাত্রের ফযিলত শবেক্বদর অপেক্ষাও অধিক ।(মুসাদে আহমদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।