আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্ক এ একাউন্ট ব্যান/সাসপেন্ড হলে যা করতে হবে।

সবার আমি, আমার দেশ। গত দুই তিন দিনে ওডেস্ক থেকে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি শীর্ষ দেশের একাউন্ট ব্যান ও সাসপেন্ড করা হয়েছে। ঠিক একি ঘটনাটা হয়েছে গত বছরের অক্টোবরের শুরুর দিকে। আজ আপনাদের কিছু টিপ্স দেবো কেনো আপনার একাউন্ট সাসপেন্ড হতে পারে, সাসপেন্ড হলে কি করণীয়। কথাগুলো সংক্ষেপে লিখছি, হাতে সময় কম থাকায় কথাগুলো সংক্ষেপে লিখছি, কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাবেন।

কেন ব্যান হতে পারে? ক. আইডি ভ্যারিফিকেশন: এটি হলো ওডেস্ক এর আইডি ব্যান করার প্রধান কারণ। আপনি ওডেস্ক এ একাউন্ট করা মানে ওডেস্ক ব্যবহারকারীর চুক্তিতে রাজি হয়েছেন তার মধ্যে আইডি ভ্যারিফিকেশন অন্যতম। এটি আপনি যেকোন সময় করতে পারেন। তাছাড়া আইডি ভ্যারিফিকেশন করলে আপনার বিড কৌঠা সপ্তাহে ৫টি বেড়ে যাবে। কিভাবে করবো? আইডি ভ্যারিফিকেশনের জন্য আপনার তিনটি জিনিস দরকার।

১. আপনার মুখ ভালোমত দেখা যায় এই রকম একটা ছবি। ২. ইউটিলিটি বিলের স্টেটমেন্ট যেমন: গ্যাস, বিদ্যুত, পানি, টেলিফোন ইত্যাদির স্টেটমেন্ট(কাগজের স্ক্যান কপি) অথবা ব্যাংক স্টেটমেন্ট(লেনদেনের কপি যেখানে স্পষ্ট করে ব্যাকের নাম, লোগো, আপনার নাম, একাউন্ট নাম্বার ইত্যাদি থাকবে। ঐই ব্যাক একাউন্টটি ওডেস্কে উইড্রাল মেথডে এড করবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। ৩. সরকারের কাছ থেকে গৃহিত জাতীয় পরিচয়পত্র/আপনার পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স। তাছাড়া আইডি ভ্যারিফাইড না থাকলে আপনার প্রতি বায়ারের অনেকাংশে আগ্রহ কমে যায়।

আরেকটি আইডি ভ্যারিফাইড করার সময় অবশ্যই যে পিসি থেকে আপনি সবসময় কাজ করবেন সে পিসির পারসোনার ইন্টারনেট ব্যবহার করে করতে হবে। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে করবেন না। ট্যাক্স আইডি, ভোটার আইডি, পোস্টাল আইডি, চাকুরীর আইডি কিংবা কলেজের আইডি গ্রহণ করবে না। আইডিতে ও স্টেটমেন্ট যা যা থাকতে হবে: #ডিজিটাল ফটো অথবা স্কান করা ছবি(কমপক্ষে ৩০০x৫০০) #স্কান আইডি ও স্টেটমেন্ট এ ভুলেও কোন প্রকার এডিট করবেন না। স্ক্যান করে সেভ করার পর আর কিচ্ছু ভুলেও করতে যাবেন না।

#নাম, ঠিকানা, জন্মতারিখ, আইডি, সবকিছু আপনার এন্টি করা নামের সাথে মিলতে হবে। প্রতিটি এন্টি ইংরেজীতে হতে হবে। #আপনার ইউটিলিটি বিলের স্টেটমেন্টটি সাবমিট করার সবার্ধিক ৬ মাস আগের হতে হবে এবং বিলের মধ্যে ইংরেজীতে আপনার পুর্ণনাম, ঠিকানা, এবং বিলের মধ্যে উক্ত বিল সরবরাহকারী প্রতিষ্ঠান(ব্যাংক, গ্যাস, বিদ্যুত, পানি, টেলিফোন) এর নাম, ঠিকানা অথবা ফোন নাম্বার থাকতে হবে। #আপনার প্রোফাইলের ছবিটি আইডি কার্ডের ছবির মত হতে হবে। খ. আপনার কভার লেটারটি কপি-প্যাস্ট করলে।

গ. একই আইপি থেকে একাধিক একাউন্ট ব্যবহার করা বা খোলা তাতে প্রত্যেকটি একাউন্টই বাতিল করা হবে। ঘ. কেউ আপনাকে ফ্ল্যাগ এজ ইনএপ্রোপেয়েট করলে। ঙ. আপনার একাউন্ট এর ঠিকানা, নাম ও অন্যান্য তথ্য অনুপযুক্ত মনে হলে। চ. অন্যের পোর্টফলিও নিজের নামে চালানো, কিংবা অন্যের প্রোফাইল নকল করা। ছ. বায়ারের সাথে বাক-বিতন্ডা, কিংবা আওয়ারলি রেইটে কাজ নিয়ে কয়েক ঘন্টা করার পর কাজটা ইন্ড করা।

জ. কভার লেটারে ওডেস্ক এর বাইরে কন্টাক্ট ইনফরমেশন দেওয়া। এছাড়া আরো কিছু কারণ রয়েছে। তবে ওডেস্ক আপনাকে সময় দিবে। কারণ এক সাথে তাদের ২৭৮৩০০০ একাউন্ট দেখা সম্ভব হয় না। তাই অনেক ক্ষেত্রে ৬ মাসও লেগে যেতে পারে।

তাই যখন আপনার উপর অপারেশন চালাবে, আপনি উপরের ভুল গুলো করে থাকলে শাস্তি পাবেনই। সাসপেন্ড হলে কি করণীয়? আপনার একাউন্ট সাসপেন্ড এর জন্য উপরোক্ত কারণ গুলো দায়ী, তাই এগুলো পরিত্যাগ করুন। সাসপেন্ড হয়ে গেলে ওডেস্ক থেকে আপনি একটা নটিফিকেশন পাবেন। আপনার একাউন্ট কেন সাসপেন্ড করা হলো তা ওডেস্ক সাপোর্ট আপনার ব্যবহুত ইমেইলে মেইল করে জানিয়ে দিবেন। আপনার একাউন্ট পুনরুদ্ধার করতে কি করণীয় তাও জানিয়ে দিবেন।

তাই সে অনুসারে কাজ করুন। ভবিষ্যতে ভুল না করার চেষ্টা করুন। তাছাড় কিছু ভূয়া প্রতিষ্ঠান আছে যেগুলো ওডেস্ক সর্ম্পকে না জেনে উপরের ভুলগুলো করেন। নিয়েছি। আমাদের স্বপ্ন আগামী ২০১৪ সালে বাংলাদেশ যেনো ফ্রিল্যান্সিং এ প্রথম হয়।

তাই আমরা সারাদেশব্যাপী বেকার তরুণদের বিনামুল্যে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ নিয়েছি। আপনার ফ্রিল্যান্সিং এ সফলতা ধরে রাখতে বা নতুন কেউ ফ্রিল্যান্সিং শিখতে চাইলে এই গ্রুফে যোগ দিন । ওডেস্কে কেউ যদি আপনার হিত কামনা না করে থাকেন তবে আপনার একাউন্ট ঘেটে যদি কোন তথ্যে মিল খুজে না পেয়ে থাকে, সেটা যদি ওডেস্কে জানিয়ে দেয়(ফ্ল্যাগ এজ ইনএপ্রোপিয়েট) তবে ওডেস্ক ভ্যারিফাই করে সেটা সত্য প্রমাণিত হলে আপনাকে সাসপেন্ড করতে পারে। ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.