আমাদের কথা খুঁজে নিন

   

“আমার দেশ” পত্রিকাটি জানে না শিয়ারা মুসলিম নয়!‎

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না। ‎ ‎“আমার দেশ” আমার প্রিয় দৈনিকের একটি। দুঃখজনক হলেও সত্য এ পত্রিকার দায়িত্বশীল কাউকে সঠিক ইসলামী ‎জ্ঞানের অধিকারী মনে হয় না। জানি না এ পত্রিকার ওপর শিয়ারা ভর করেছে কিনা, তবে এর রিপোর্ট প্রমাণ ‎করে পত্রিকাটি শিয়াদের দ্বারা প্রভাবিত বা তাদের দালালিতে লিপ্ত। শিয়াদের প্রসঙ্গ আসলেই শিয়া মুসলিম লিখা হয়।

‎বরাবর দেখা যায় ইরানের পক্ষাবলম্বন করছে তার সুরেই কথা বলছে। ইরান সিরিয়ার জালেম শাসক আসাদের পক্ষ ‎নিয়েছে, আসাদকে অর্থ দিচ্ছে। আসাদের পক্ষে আন্তর্জাতিক লবিং করছে, বিশেষ করে ইরানের বন্ধু চীন ও ‎রাশিয়াকে সিরিয়ার পক্ষ নিতে প্রলুব্ধ করছে। দুঃখ লাগে আমাদের অনেকের জানা নেই ইরান বা সিরিয়ার সরকার ‎মুসলিম নয়। ইরানের সরকার শিয়া “ইমামিয়্যাহ” আর সিরিয়ার বর্তমান সরকার শিয়াদের একগ্রুপ “নুসাইরিয়্যাহ”।

‎সিরিয়ায় তারা সংখ্যালঘু মাত্র ১২%। ফ্রান্সের সহায়তায় অস্ত্রের মুখে পাঁচ দশক পূর্বে তারা সিরিয়ার ক্ষমতা দখল ‎করে। সেই থেকে তারা সিরিয়ায় মুসলিমদের ওপর জুলুম, নির্যাতন করছে বর্তমান তার বিস্ফোরণ ঘটেছে। তাদের ‎একমাত্র লক্ষ্য মুসলিম এলাকা দখল করা ও মুসলিমদের ধ্বংস করা। কুরআন ও হাদিস বিক্রিত করে পেশ করা।

এ ‎জন্য তারা বরাবরই মুসলিমদের চির শত্রুদের বন্ধু হিসেবে বেছে নেয়। যেমন বর্তমান বেছে নিয়েছে চীন ও ‎রাশিয়াকে। এদের সহায়তায় শিয়ারা ইসলামের অপূরণীয় ক্ষতি করেছে। বাগদাদের মুসলিম খিলাফত ধ্বংস হয়েছে ‎তাদের হাতে। শিয়ারাই চীনাদের পূর্বপুরুষ তাতারিদের ডেকে এনেছে বাগদাদে।

আফসোস সেই সিরিয়া ও ইরানের ‎সুরে কথা বলছে “আমার দেশ” পত্রিকা! সৌদি আরবের বিপক্ষে বলছে, আমেরিকার সাথে তার বন্ধুত্বকে কটাক্ষ ‎করে ঠিক, কিন্তু ইরান ও সিরিয়ার সাথে চীন-রাশিয়ার সম্পর্ককে কটাক্ষ করে না। অথচ আমেরিকার চেয়ে চীন-‎রাশিয়া মুসলিমদের বড় দুশমন। আরও আফসোস লাগে “জামায়াতে ইসলামী”ও ইরানকে আদর্শ মানছে!!! অথচ ‎ইরান ও সিরিয়ার শাসক মুসলিম নয়। কবে আমরা ইসলামের সঠিক জ্ঞান ধারণ করব, না এভাবেই ইসলামের ‎নামে কুফরকে ডেকে এনে নিজেদের ধ্বংস অনিবার্য করব?! আল্লাহ তুমি আমাদের সঠিক জ্ঞান দান কর। শিয়া নুসাইরিয়াদের একটি বিশ্বাস: “আল্লাহ আলীর সুরুতে জগতে আগমন করেছেন”।

সূত্র: ফেসবুক থেকে নেয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।