আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি

শিক্ষানবিশ বলছি ছেলেটি মেয়েটির কাছে বন্ধুত্বের হাত বাড়াল । মেয়েটি প্রথম দিন নিশ্চুপ থাকল । শুধু একটি চিরকুটে লিখে দিল ৭ দিন অপেক্ষা করতে । ছেলেটি গুনে গুনে ৭ দিন অপেক্ষা করল । কিন্তু কোন সাড়া দিল না , বরং আগের মতো চুপ রইল ।

দুদিন যায় , তিন দিন যায় মেয়েটি কোন সাড়া দেয়না , এমনকি কোন আশ্বাসও দেয় না । এতে ছেলেটির একটু মন ক্ষুন্ন হয় , কিন্তু মুখ ফুটে কিছু বলে না । কয়েক দিন পর ছেলেটি একটি সিদ্ধান্ত নেয় এবং মেয়েটিকে একটি ছোট্ট চিঠি লেখে । তাতে লেখা থাকে যে সে খুবই আহত হয়েছে এবং মেয়েটির ওপর সে অভিমান করেছে । চিঠিটি দেওয়ার পর ছেলেটি বেশ কয়েকদিন কোন যোগাযোগ করার চেষ্টাও করে না , শুধু নিরবে অপেক্ষা করতে থাকে ।

হঠাৎ একদিন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল । সেই মেয়েটি তার সামনে এসে দাঁড়াল এবং বলল,"আমি কি তোমার বন্ধু হতে পারি?" ছেলেটি যেন তার কৃতজ্ঞতার ভাষা হারিয়ে ফেলল । শুধু মুখে একটা মিষ্টি হাসির রেখা ঢেউ খেলে গেল । ........ আমিও সাহোইনব্ল কে ধন্যবাদ দেয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছি, তবে একটি একটা মিষ্টি হাসির রেখা যেন আমার মনেও ঢেউ খেলে গেল কারন আজ আমার ৭ দিনের বন্দীত্বের অবসান হলো এবং আমি আজ্ একটি বন্ধুর লেখায় মন্তব্য করতে পেরেছি !যদিও ৭ দিন শুধু ৭ দিনই ছিল না , অপেক্ষা করতে হয়েছে আরও বেশ কটি দিন ! .................. সব শেষে রইল সবার জন্য শুভ কামনা ...............  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।