আমাদের কথা খুঁজে নিন

   

আজ তোমাকেই বড় প্রয়োজন

সাম্প্রদায়িক যাতাকল রোজ পিষছে ধরে নিয়ে ঢুকাচ্ছে অন্ধ প্রকোষ্টে বুকের উপর ভারী পাথর রেখে ওরা মানতে বলছে ওদের মন্ত্র আর রাষ্ট্রযন্ত্র? সেতো আদর্শচ্যুত কোন এক এক চোখা দানব এখন আমার ঘাড়ের উপর বসে কানের কাছে কদিন ধরে ফিস ফিস করে বলছে সত্য হোক-মিথ্যাই হোক মেনে নেও, মানছ না কেন? `অসাম্প্রদায়িকতা' তুমি কোথায় আজ তোমাকে বড় প্রয়োজন আমি কদিন ধরেই ঘুমাতে পারছি না গভীর রাতে ঘুমের ঘরে রোজ আমায় ডেকে তুলে যুদ্ধ, বলে প্রস্তুত হও তোমাকেও হতে হবে গেরিলা রোজ আমায় বলে, তুমি ঘুমাচ্ছ? মুক্তির যুদ্ধ এখনওতো চলছে তোমার দেশকে তুমি মুক্ত করবে না যেখানে অসাম্প্রদায়িকতার ঘ্রানে ক্ষমা চেয়ে পালিয়ে যাবে সাম্প্রদায়িক দানব মানবতার জয় হবে, এ তুমি চাচ্ছ না? তাহলে ঘুমাচ্ছ কেন, জেগে ওঠো তোমাকে যুদ্ধে যেতে হবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।