আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ২১টি জনবহুল মহানগরীর মধ্যে নবম জনবহুল শহর ঢাকা : ইউনিসেফের প্রতিবেদন

মানুষ মানুষের জন্য জি.এম সৈকত http://www.abnews24.net : বিশ্বের ২১টি জনবহুল নগরীর মধ্যে রাজধানী ঢাকা নবম জনবহুল শহর। এ শহরের বর্তমান জনসংখ্যা প্রায় ১৪ দশমিক ৩ মিলিয়ন বা এক কোটি ৪৩ লাখ। এদিকে বিশ্বের ২১টি জনবহুল নগরীর মধ্যে ৩৬ দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যা নিয়ে টোকিও প্রথম, ২১ দশমিক সাত মিলিয়ন মানুষের শহর নয়াদিল্লী দ্বিতীয় এবং ২০ মিলিয়ন জনসংখ্যা নিয়ে সাও পাওলো তৃতীয় অবস্থানে রয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিশু পরিস্থিতি-২০১২ প্রতিবেদন প্রকাশকালে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শহরাঞ্চলে বসবাসরত শিশুদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত। এর আগে বস্তি এলাকার বাসিন্দা শিশু মৌসুমী আক্তার (১৩) অতিথিদের সামনে তার দুর্দশার চিত্র তুলে ধরে। প্রতিবেদন অনুসারে বহু শিশুই শহরে জীবনের সুযোগ-সুবিধা, যেমন- শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন উপভোগ করে। কিন্তু শহরের দরিদ্র এলাকায় শিশুরা কঠিন দুর্দশার অভিজ্ঞতার মুখোমুখি হলেও প্রায়ই তা পরিসংখ্যানগত কারণে আড়ালে থেকে যায়। প্রতিবেদনে বলা হয়, বঞ্চনার শিকার শিশুদের দুর্দশা এবং তাদের প্রতি সহিংসতার বিষয়টি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পথে প্রতিবন্ধকতাস্বরূপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। তিনি বলেন, যখন শিশুরা তাদের অধিকার ভোগ করবে এবং শৈশবে সৃজনশীলতার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ও সুযোগ পাবে, তখন তাদের সমাজের জন্য কাজ করার ক্ষমতাও বাড়বে। ইউনিসেফের প্রতিনিধি প্যাসকাল ভিলেন্যু শহরের দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। http://www.abnews24.net ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.