আমাদের কথা খুঁজে নিন

   

৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি ৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি? - প্রশ্নটা করেছিলেন কর্নেল সামুরাই ।http://www.somewhereinblog.net/blog/colonel/29828111 আমিও ভাবছি, সরকার-পুলিশের দাবী মত যেখানে কে্উ হতাহত হয় নি, কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য । অবশ্য কিছু জামাতী ছাগু এটাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা বলছে । আল্লাহই ভাল জানেন। তবে দুদলের কথা মতই এটা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ন ঘটনা । কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত মোবাইল ক্যামেরা আর চ্যানেল গুলোর ভিডিও ক্যামেরা থাকার পরও আইন শৃংখলা বাহিনীর ১০ নিনিট অপারেশনের ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না ? হেপাজতীরা " রবার বুলেট" দেখে/খেয়ে ১৫ মিনিটে হাওয়া হল, এটাই তো সমাবেশের সবচেয়ে আকর্ষনীয় ভিডিও হওয়ার কথা । সেটা কৈ ? এরা কিভাবে চলে গেল, একজনও কি আছাড় খেয়ে পড়ল কিনা, তাদের কিভাবে সেবা দেওয়া হল, মোট কথা ২:৩০ থেকে ৩:০০ এই সময়ে সমাবেশের ভিডিওটা কোথায় ? এটা প্রকাশ করলে আর কেউ বেশী বেশী মৃত্যুর খবর বলে মানুষকে বিভ্রন্ত করতে পারত না, অনেক সাংবাদিক ছিল, তারাও তো ডান বাম আর গড়ীর ছবি না তুলে ভাগন্ত সমাবেশের ১৫ মিনিটের ভিডিওটা দেখাতে পারেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।