আমাদের কথা খুঁজে নিন

   

সেই পাখিটি

মাঝরাতে অকারণে ঘুম ভেঙে গেল অকারণে মনে পড়ে গেল সেই মুখশ্রী যে অচিন পাখি বীনে সুতোর বাঁধন ছিঁড়ে ছুঁটে গেছে পাখনা মেলে পায়ে পায়ে আমার পথের আয়ু ফুরায় আজো টের পাই আমার খাঁচায় আবাস তার পাখিটি, তোমায় ঘিরে একের পর এক অকারণে নানা চিত্র ভেসে ওঠে চোখে অকারণে বুকের গভীর তলদেশ থেকে বেরিয়ে এল চাপা দীর্ঘশ্বাস অকারণে মনে পড়ে গেল সেই দিনের কথা অকারণে ভিজে এল দু’চোখ আমার কথা ছিল একই সঙ্গে দেব পাড়ি মহাসমুদ্র চলার পথে পায়ে পায়ে ঠেকে যাবে পা রবীন্দ্রসংগীত, পল্লীগীতি কী ভাওয়াইয়া কথা ছিল গাইব যুগল গলায় অকারণে আজ জানতে ইচ্ছে করে পাখিটি, এখন তুমি কোথায়? কেমন আছো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।