আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ভাল কিছু জানার চেষ্ট করি।

আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার। " সূরা আল মায়েদা - ৯০ বিসমিল্লাহির রাহমানীর রাহীম দু'টি বপরীতমুখী আকিদা ও তার দু'টি বিপরীতমুখী প্রতিফলঃ দুনিয়াতে সুখশান্তি ও নিয়ামাত পেয়ে আনন্দে বসবাসকারী কাফের পৃথিবীতে ঈমানদারদের সাধারণ জীবনযাপন দেখে হাসাহাসি করত এবং উপহাস করত। পরকালে ঈমানদারগণ জান্নাতের নিয়ামাত ও আনন্দে জীবনযাপন করবে এবং কাফেরদের দুরবস্থা দেখে হাসবে এবং তাদের উপহাস করবে। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, "যারা অপরাধী তারা মুমিনদের বিদ্রুপ করত এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইঙ্গিত করত, তারা যখন তাদের পরিবার পরিজনদের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত।

আর যখন তারা ঈমানদারদের দেখত তখন বলত অবশ্যই এরা বিভ্রান্ত। অথচ তারা ঈমানদারদের তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরিত হয়নি। আজ যারা ঈমানদার তারা কাফেরদের উপহাস করছে, সিংহাসনে উপবিষ্ট হয়ে তাদের অবলোকন করছে, কাফেররা যা করত, তার প্রতিদান তারা পেয়েছে তো?" (সূরা মুতাফফিফীন - ২৬-৩৬) দুনিয়াতে জান্নাতের কিছু নিয়ামাতঃ হাজরে আসওয়াদ (কৃষ্ণ পাথর) জান্নাতের পাথরসমূহের মধ্যে একটি পাথর। "আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত হতে আনীত পাথর, যা দুধ অপেক্ষাও সাদা ছিল, তবে মানুষের পাপ তাকে কাল করে দিয়েছে। " (তিরমিযী- আবওয়াবুল জান্না, বাব ফযল হাজরিল আসওয়াদ- ১/৬৯৫) আজওয়া খেজুর (এক ধরনের উন্নতমানের খেজুরের নাম) জান্নাতী ফল।

মাকামে ইবরাহীম জান্নাতী পাথর। জাইতুন জান্নাতের একটি বৃক্ষ। "রাফে' বিন আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আজওয়া খেজুর, পাথর (মাকামে ইবরাহীম) এবং (বৃক্ষ) যাইতুন বৃক্ষ জান্নাত হতে আনীত। " (হাকিম- তাহকীক মুস্তফা আবদুল কাদের, দারুল কুতব আল ইলমিয়্যা, বৈরুত ছাপা ৪/২২৬) রাসূলুল্লাহ (সাঃ) এর হুজরা ও মিম্বরের মধ্যবর্তী জায়গা জান্নাতের একটি অংশ। "আবু হুরাইরা (রাঃ) নবী (সাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমর হুজরা ও মিম্বরের মধ্যবর্তীস্থান জান্নাতের উদ্যানসমূহের মধ্যে একটি উদ্যান, আর আমার মিম্বর ও হাউজের ওপর।

" (বুখারী- কিতাবুসসালা ফি মাসজিদি মাক্কা ওয়া মাদীন) মেহেদী জান্নাতের সুগন্ধিসমূহের মধ্যে একটি সুগন্ধি। "আব্দুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, জান্নাতীদের জন্য সুঘ্রাণসমূহের মধ্যে সর্বোত্তম সুঘ্রাণ হবে মেহেদির সুঘ্রাণ। " (ত্ববারানী- সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খন্ড, হাদীস নং- ১৪২০) বকরী জান্নাতের প্রাণীসমূহ হতে একটি প্রাণী। "আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, বকরী জান্নাতের প্রাণীসমূহের মধ্যে হতে একটি প্রাণী, তার থাকার জায়গা থেকে তার বিষ্ঠাদী পরিষ্কার কর এবং সেখানে সালাত আদায় কর। " (বাইহাকী- সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খন্ড হাদীস নং- ১১২৮) বুতহান উপত্যকা জান্নাতের উপত্যকাসমূহের একটি।

"আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: বুতহান জান্নাতের উপত্যকাসমূহের মধ্য হতে একটি উপত্যকা। " (বাযযার- সিলসিলা আহাদীস আসসাহীহা লি আলবানী, ৩য় খন্ড হাদীস নং ৭৬৯) নোটঃ বুতহান মদীনার নিকটবর্তী স্থান কুবার নিকটস্থ একটি উপত্যকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।