আমাদের কথা খুঁজে নিন

   

যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে?

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. ভার্চুয়াল প্রেমে পড়া মনে হয় আমার সেই কিশোরী বয়স থেকেই শুরু হয়েছিলো, কখনও কোনও গায়কের প্রেমে পড়ি, কখনও কোনও নায়কের কিংবা গল্পের কোনও চরিত্রের। সবসময় ভাবতাম, যেন ঘুণাক্ষরেও তাদের সামনে পড়ে না-যাই। প্রেমের বারোটা বাজার কোনও চান্সই নিতে চাইতাম না। তরুণী বয়সে উত্তরাধিকার-সূত্রে যখন ৩২টা স্বরবিতান আর গীতবিতানের দখল পেলাম, তখন আমার নিত্য-সঙ্গী হারমোনিয়াম সহ আমি প্রথম হাবুডুবু খেলাম রবিঠাকুরের প্রেমে। আমার এহেন আবেগ দেখে আম্মু একদিন বের করে দিলো সঞ্চয়িতা, শেষের কবিতা, সাথে বিচিত্রা, গীতাঞ্জলী।

সেই বইগুলো আমার বড় হয়েওঠার সাক্ষী হয়ে সঙ্গী হয়েছিলো রোকেয়া হল পর্যন্ত! সাক্ষাতে অনেক সময়ে প্রেম মরে যায়। আবেগ জিইয়ে রাখা যায় অসাক্ষাতে, নিজের ভাবনায়। তাই বুঝি এই রবীন্দ্রনাথ ঠাকুর আমার অমর প্রেমের শিকার হয়ে চলেছেন আজও। "প্রাণ চায় চক্ষু না চায়" থেকে শুরু করে "জয় করে তবু ভয় কেনো তোর যায়না" কিংবা "যদি তারে নাইই চিনি গো..." সবই যেন আমার জন্যে উপহার রেখে গিয়েছেন তিনি। তাই আমি আজ সারাদিন এই ঝরো ঝরো মুখর বাদল-দিনে, ফিরে ফিরে যাচ্ছি, দুই যূগেরও বেশী সময় ধরে মনের ভেতরে পুষে রাখা আমার খুব কাছের একজনের কাছে।

কিংবা বলা যায় তার লেখনী ও গানের ভেতর দিয়ে লাবণ্য হয়ে আমার অমিত-কেই বলে যাচ্ছি--- "মোর লাগি করিয়ো না শোক--- আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক । মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।