আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মহাজোট সমর্থিত জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে মহাজোট সমর্থিত প্যানেলে সভাপতি-সাধারন সম্পাদকসহ ১০টি জয়লাভ করেছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার জেলা বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে ২টি প্যানেলে সভাপতি, সেক্রেটারিসহ ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ( মহাজোট সমর্থিত) ও আইনজীবী ঐক্য পরিষদের (চার দলীয় জোট সমর্থিত) ব্যানারে তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক এ নির্বাচনে ২২৫ ভোট পেয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন আহমদ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের আবুল আলা ২২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতত প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪ ২২০ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জাফর আলম (২২৯ ভোট) ও মোহাম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ আমির হোছাইন-২ (২১৮ ভোট) এবং মোহাম্মদ আবু তাহের ১৯৭ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক ( সাধারণ ) পদে জিয়া উদ্দিন আহমদ ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট হালিমুর রশিদ ১৪৪ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুর রহমান ২২৫ ভোট পেয়েছে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বাবুল চন্দ্র দাশ ১৮১ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জসিম উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিরুল ইসলাম পেয়েছেন ১৯৪ ভোট। আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সৈয়দ মোহাম্মদ আবু তাহের ২২৯ ভোটে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কে এম ফজলুল হক চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সর্বোচ্চ ৩৩৩ ভোট পেয়েছেন সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ইয়াসমিন শওকত জাহান, সদস্য পদে নির্বাচিত অন্যান্য সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবুল কাসেম-২ (২৭৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সাব্বির আহমদ (২৫০ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের রাহামত উল্লাহ (২৪৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট নাজিম উদ্দিন ( ২৩৪ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আমজাদ হোসেন ( ২৩১ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী (২২৮ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ছাদেক উল্লাহ ( ২২৭ ভোট) এবং প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ ইসহাক-১ (২২৪) । পরাজিত সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ওয়াহেদা রহমান জোনাকী (২১৩), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিন উদ্দিন (১৭৭), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ বখতিয়ার (২০৫), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এ কে ফিরোজ আহমদ (২০২), মোহাম্মদ আবদুর রশিদ(১৬৩), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের খাইরুল আমিন (১৯০) এবং নাছির উদ্দিন(১৩০ ) ।

সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কুমার আচার্য্য বলেন , ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন শান্তি ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।