আমাদের কথা খুঁজে নিন

   

আমি ১৫০ টা ভেম্পায়ার নিধন করে ছি ! আপনি নিধন করেছেন কি ?

কমলফুল বিমল শেজখানি, নিলীন তাহে কোমল তনুলতা । মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যাথা কি বলবো আর দুঃখের কথা , ঢাকার সহরে এতো পরিমানে মশা বেরেছে তা বলার বাহিরে । কোন কাজ করে শান্তি পাইনা । কয়েল এরোসল শেষ হয়ে যায় তাও মশা কমেনা । অসহ্য জন্ত্রনায় মশা মারার বেট এবং ইলেক্ট্রিক কয়েল কিনলাম এর পরও মশা কমাতে পারছিনা । Click This Link সিটি কর্পোরেশন যে কি করছে বুঝতে পারছিনা । মনের ঝাল মেটাতে আজ ভেম্পায়ার মশা গুলো কে হাত দিয়ে মারা শুরু করলাম মারতে মারতে হয়রান হওয়ার পর, মশা গুলকে গুনে দেখি ১৫০ টা হয়ে ছে যাক বাবা বহুত মেরে ছি এক দিনে , আমাদের সরকার তো আর মশা মারার জন্য কিছু করবেনা তাই আসুন আমাদের কেই কিছু একটা করতে হবে । আসুন আমরা যে যেভাবে পারি মশা মারব , এই শ্লোগান কে সামনে রেখে আমরা এগিয়ে যাই Click This Link ভিডিও দেখবার চাইলে দেখবার পারেন  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।