আমাদের কথা খুঁজে নিন

   

আমি নারী

আমি নারী, অনবগুণ্ঠিতা নারী। পারি নিঃশঙ্কচিত্তে দিতে ঐ ক্রোধোন্মত্ত মহা সিন্ধু পাড়ি। করি পদাঘাতে দলিত যত অনিয়ম,অনাচার আর বাঁধা শত শত। আমি নারী, তাণ্ডব-বসনা নারী। কান্তার মরু নত হয় যার অগ্নি-পরশ স্মরি। পারি এক ফু্ত্কারে উড়িয়ে দিতে লোক দেখানো যত ভন্ডামি আর মিথ্যে বাহাদুরী। আমি নারী, চির অচেনা নারী। ফেলে নীলাম্বরী, তীব্র হুংকারে ফেটে পড়ি দেখে অপমানে জর্জরিত কোন ক্রন্দনরতা নারী। আমি তো সেই নারী, যাকে দেখে থমকে দাঁড়ায় ভীম, ফেলে তার ক্ষীপ্ত তরবারী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.