আমাদের কথা খুঁজে নিন

   

আর কত একা থাকব............

শিক্ষানবিশ বলছি অনেক দিন আগের কথা । তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি । প্রথম র্বষের নবীন বরন অনুষ্ঠানের আয়োজন হল । আমরা যে যা পাড়ি তা প্রর্দশনের জন্য রীতিমত প্রতিযোগীতা শুরু হয়ে গেল । অনেক গান বাজনার পর এক সিনিয়র আপু মন্চে হাজির হলেন ।

চেহারা দেখে আমরা সবাই খুব মুগ্ধ হলাম । আশা করেছিলাম তার চেহারা যখন এত মিষ্টি তার গান না জানি কত মিষি্ট হবে ! ওরে গলারে ! তিনি শুরু করলেন --- আর কতকাল একা থাকব, আর কতকাল একা থাকব...... ভারতীয় বাংলা সেই বিখ্যাত গান । যাহোক গান শুরুর সাথে সাথে কেউ মুচকি হাসি , কেউ চাপা হাসি, কেউ মুখ ভেংচি, কেউ বলল , ভাই আপাকে কষ্ট করে আর গাইতে হবে না, আমাদের মন ভরে গেছে ইত্যাদি ইত্যাদি । কারণ আসল গানটি ঠিক যেমন মিষ্টি বর্তমান গানটি ঠিক তেমনি তেতো ! শুধু তার কর্কশ কন্ঠের কারনে । some where in blog এখন একটু একটু তিতো লাগছে ।

কারন একাউন্ট খোলার পর আমাকে বলা হলো মাত্র ৭ দিন পর আপনি অন্যদের ব্লগে মন্তব্য করতে পারবেন । কিন্তু সেই ৭ দিন আর সহজে শেষ হচ্ছে না । তারপরও অপেক্ষা করছি যদি কোনদিন এই ৭ দিন শেষ হয় !!!!!!!!!!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।