আমাদের কথা খুঁজে নিন

   

সিন কোডি’র সাবেক গে মডেলের যাবত জীবন কারাদন্ডঃ

এএক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। জেসন এন্ড্রুজ এর বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এখন বাকী জীবন জেলে কাটাতে হবে। সাবেক সিন কোডি মডেল জেসন পর্নগ্রাফীতে অভিনয় করত এডিসন নামে। ২০১০ সালে ডেনিস স্কুটার আব্রাহেমসেন কে খুন করার অপরাধে জেসনকে মৃত্যুদন্ড দেয়া হয়। ৪১ বছর বয়সী আব্রাহেমসেন ছিল ট্যাটু শপের মালিক।

আবাহেমসেনের বাড়ীতে একটা সেক্সপার্টির আয়োজন করা হয়। সেখানে এন্ড্রুজ জয়েন করেন। ওখানেই খুনটা সংঘটিত হয়। এন্ড্রুজের সহযোগী পর্নস্টার আমান্ডা লগ এই হত্যা মামলায় তার অবস্থান নিয়ে এখনো বিচারাধীন আছে। আমান্ডা বিবাহিত হয়েও এন্ড্রুজের সাথে ডেটিং করত।

আব্রাহেমসেন আমান্ডাকে ভাড়া করে তার সাথে সেক্স করে ভিডিও করার জন্য। তারা আব্রাহামসেন হত্যা করে তার টাকা-পয়সা ও বাড়ীর সম্পদ হাতানোর জন্য। তার আব্রাহামসেনের Home Depot card ব্যবহার করার কারণে তারা ধরা হয়ে যায়। আমান্ডা ধরা পড়ার পর জবানবন্দী দেয় এই ঘটনার জন্য জেসন ই দায়ী। আমান্ডা লগ এখনো প্রথম শ্রেণীর খুনের মামলায় চার্জে আছে।

মে মাসে তাকে ট্রাইলে নেয়া হবে। সুত্রঃ Avn Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।