আমাদের কথা খুঁজে নিন

   

বি পি এল কর্মকর্তাদের বের করে দেওয়া উচিত ।

অনলাইনে সকল সমস্যার সমাধান দেয়া হয় !!! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটির নাটকীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিপিএলের সেমিফাইনালে খেলবে বরিশাল বার্নার্স। এ সিদ্ধান্তে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিপিএলের আজ অনুষ্ঠেয় সেমিফাইনাল। ক্ষুব্ধ চিটাগং কিংস জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে। সেমিফাইনালে বরিশাল বার্নার্স খেলবে নাকি চিটাগং কিংস—এই বিভ্রান্তি দূর করতে গতকাল সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটি। কিন্তু রাত প্রায় দুইটা পর্যন্ত অনুষ্ঠিত সেই সভায় বিভ্রান্তি আরও বেড়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, চিটাগং কিংস নয়, সেমিফাইনাল খেলবে বরিশাল বার্নার্সই। টেকনিক্যাল কমিটির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ চিটাগং কিংস আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে জানিয়েছে, তারা আদালতে যাবে। গত পরশু (রোববার) বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের খেলায় বিসিবির অফিসিয়াল স্কোরার সূত্রে জানা গিয়েছিল, বরিশালকে সেমিফাইনালে খেলতে হলে চিটাগংয়ের স্কোরকে পেছনে ফেলতে হবে ১৬ ওভারের মধ্যে। বিপিএলের সম্প্রচার কর্তৃপক্ষ চ্যানেল নাইনও খেলাটি সম্প্রচারের সময় এমনই তথ্য তুলে ধরে। এদিকে গতকাল সন্ধ্যায় পাওয়া বিপিএলের বাইলজে জানা গেল, এই প্রতিযোগিতায় তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে সেমিফাইনালের স্পট ঠিক করতে সেই দলগুলেতার মুখোমুখি (হেড টু হেড) লড়াইয়ে কে বেশি জয় পেয়েছে তা দেখা হবে।

এই প্রক্রিয়া অনুসরণের পরও যদি দলগুলোর মধ্যে সমতা থেকে যায়, তাহলেই কেবল নেট রান রেটের ব্যাপারটি বিবেচনা করা হবে। বিপিএলের এই টুর্নামেন্টে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট করে পাওয়া ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, বরিশাল বার্নার্সের মুখোমুখি লড়াইয়ে জয় যথাক্রমে ৩, ২ ও ১। সুতরাং বাদ পড়ে যায় বরিশালই। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনও কাল মিডিয়া সেন্টারে আসেন এ ব্যাপারে বিভ্রান্তি দূর করার জন্য। তখন তিনি বলেন, বাইলজ প্রক্রিয়া অনুসারে সেমি থেকে বাদ পড়ছে বরিশাল বার্নার্সই।

তবে একই সঙ্গে তখন তিনি বলেছিলেন, টেকনিক্যাল কমিটির সভাতেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সূএ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।