আমাদের কথা খুঁজে নিন

   

আমি তখন নির্লজ্জ হয়ে যাই

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd ধর্ম ব্যবসায়ী বলতে বুঝি, যারা ধর্ম পালন করে না, মানে না কিন্তু স্বার্থের লোভে ধর্মের লেবাস ধরে, ধর্মের কথা বলে। আমি তখন নির্লজ্জ হয়ে যাই, যখন লীগের কেউ অন্য কোন ব্যক্তি বা সংগঠনকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যেখানে, তারা ইসলামের কথা বলায় আলেমদের গায়ে গুলি চালিয়েছে, সেখানে তারা আবার নিজেদেরকে ইসলামের খাদেম হিসাবে প্রচার করে সস্তা ভোটের আশায়।

Click This Link আমি তখন নির্লজ্জ হয়ে যাই, যখন এক দফতরবিহীন মন্ত্রীকে নানা উপদেশ দিতে শুনি। যেখানে, সারা দেশের মানুষ জানে কি কাণ্ড ঘটানোর কারণে তাকে দফতর হারাতে হয়েছে। আমি তখন নির্লজ্জ হয়ে যাই, যখন লীগের সমর্থককে লিখতে দেখি, রেশমার কাহিনী নাটক হলে ৭১ও নাটক। যেখানে, তারা মহান মুক্তিযুদ্ধকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি বলে প্রচার করে, আবার ভন্ডামির ঘটনা প্রকাশ পাওয়ায় ভন্ডামিকে ৭১ এর সাথে তুলনা করে। এভাবেই তাদের আচরণে আমি নির্লজ্জ হয়ে যাচ্ছি প্রতিদিন।

জানি না, আমাকে আর কত নিরলজ্জ হতে হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।