আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-জামাত সরকার VS আওয়ামী লীগের মহাজোট সরকার- তূলনা

দেশে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ৩ বছর যাবা দেশ পরিচালনা করছে; এসময় দেশের মানুষের প্রত্যাশার অনেকটা পূরণ না হলেও পূর্ববর্তী বিএনপি-জামাত জোট সরকারের সময় দেশ কেমন ছিল সেটা ফিরে দেখা যাক। চলুন দেখা যাক দুটি সরকারের মধ্যে তুলনা: ১। কৃষি বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ সার চাওয়ায় কৃষক হত্যা @ দলীয় লোকজনকে সারের ডিলার নিয়োগ @ সেচে বিদ্যুা এর অভাব @ খাদ্য ঘাটতি মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ সারের মূল্য হ্রাস @ কৃষিতে ভর্তূকি প্রদান @ ভিজিডি, ভিজিএফ ও বছরব্যাপী ওএমএস চালু @ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ২। শিক্ষা বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ নকল প্রতিরোধের কথা বলে প্রতিমন্ত্রীর হেলি কপ্টারে ভ্রমণ @ দলীয় ব্যক্তিবর্গকে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি @ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ @ মাদ্রাসা শিক্ষার নামে জঙ্গি প্রশিক্ষণ মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ শিক্ষা নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন @ বিনামূল্যে পাঠ্য বই বিতরণ @ দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক @ প্রায় ২০০০ স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিও ভুুক্তিকরণ ৩। বিদ্যুা ও জ্বালানী বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ মামুন-তারেকের খাম্বা কারখানা @ তারেক-মোশাররফের নাইকো দুর্নীতি @ ভয়াবহ লোড শেডিং @ বিদ্যুতের জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ ৩৪ টি বিদ্যুা কেন্দ্র স্থাপন @ ২৬০০ মে.ও বিদ্যুা যোগসহ ৫১০০ মে.ও.বিদ্যুা উাপাদন @ পারমানবিক বিদ্যুা উাপাদনে রাশিয়ার সাথে চুক্তি @ নতুন গ্যাস ফিল্ড খনন ৪।

যোগাযোগ বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ নাজমুল হুদার দুর্নীতির ভাগ হাওয়া ভবনকে না দেওয়ায় মন্ত্রীত্ব খোয়ানো @ রেল ভবনের জায়গা বিনামূল্যে স্ত্রী সিগমা হুদাকে প্রদান @ নতুন সড়ক, ব্রিজ তৈরী নেই @ ভয়াবহ যানজট @ এশিয়ান হাইওয়ে যুক্ত না হওয়ায় আর্থিক ক্ষতি মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ এ্যালিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণে অগ্রগতি @ পদ্মা সেতু নির্মাণের আন্তরিক প্রচেষ্টা @ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নয়নের কাজে অগ্রগতি @ বিমান বহরে ২টি নতুন বোয়িং যুক্ত করা ৫। আঈন-শৃঙ্খলা বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ বিরোধী দলের নেতাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা @ ১০ ট্ট্রাক অস্ত্র চোরাচালান @ হুজি, জেএমবিসহ দেশ ব্যাপী জঙ্গি সৃস্টি @ দেশব্যাপী একই সময়ে বোমা বিস্ফোরণ @ নির্বিচারে ক্রশ ফায়ার @ তদন্তে জজ মিয়া নাটক তৈরী মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ ক্রশ ফায়ার কমিয়ে আনা @ আলোচিত হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত @ জঙ্গি দমন @ র‌্যাব এর বহরে হেলিকপ্টার যুক্ত @বোমা হামলার কোন ঘটনা নেই ৬। তথ্য-প্রযুক্তি বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ অপটিক্যাল ফাইবারে যুক্ত না হয়ে আর্থিক ক্ষতি সাধন @ দলীয় লোকদের অবৈধ ভিওআইপি ব্যবসা মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ ডিজিটাল বাংলাদেশ গঠনে অপটিক্যাল ফাইবারে যুক্ত @ ডিজিটাল বাংলাদেশ গঠনে ই-সেবা চালুসহ ব্যাপক অগ্রগতি ৭। সশস্ত্র বাহিনী বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) @ সেনা বাহিনীতে মেধার মূল্যায়ন না করা @ খালেদা জিয়ার ভাই সাউদ ইস্কান্দার কর্তৃক সেনা বাহিনী পরিচালনা @ নৌ-বাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করতে কোন পদক্ষেপ গ্রহণ না করা মহাজোট সরকার(২০০৯- বর্তমান) @ সেনা বাহিনীকে শক্তিশালী করতে ফোর্সেস গোল-২০৩০ পরিকল্পনা গ্রহণ @ নৌ-বাহিনীতে ত্রি-মাত্রিক নৌ বাহিনী গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ @ বিমান বাহিনীতে আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সংযুক্ত ৮। দুর্নীতি বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) বিশ্বে পরপর ৩(তিন) বার দুর্নীতিতে শীর্ষ স্থানের অপবাদ মহাজোট সরকার(২০০৯- বর্তমান) দুর্নীতি হ্রাস করে দুর্নীতির শীর্ষ স্থানের অপবাদ মোচন ৯।

স্থানীয় নির্বাচন বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) ১৯৯১-৯৬ এর মাগুরা, মিরপুরের ন্যায় ২০০৪ এ ফালুর কারচুপির নির্বাচন অনুষ্ঠান মহাজোট সরকার(২০০৯- বর্তমান) চট্টগ্রাম, নারায়নগ” সিটি কর্পোরেশনসহ স্থানীয় সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা ১০। নির্বাচন কমিশন গঠন বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) এককভাবে এবং বিতর্কিত আজিজ মার্কা ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিশন গঠন মহাজোট সরকার(২০০৯- বর্তমান) রাষ্ট্রপতির উদ্যোগে সকল দলের সাথে আলোচনার মাধ্যমে কমিশন গঠন ১১। দ্রব্যমূল্য বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) বাণিজ্যমন্ত্রী আমির খসরুর যোগসাজসে চিনির মূল্য ৮০ টাকা মহাজোট সরকার(২০০৯- বর্তমান) দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরন্তর প্রচেষ্টা @ চালের মূল্য স্থিতিশীল ১২। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিএনপি-জামাত সরকার (২০০১-২০০৬) মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি @ ২ শীর্ষ যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানানো মহাজোট সরকার(২০০৯- বর্তমান) মুক্তিযুদ্ধার বংশধরদের চাকুরীতে কোটা সংরক্ষণ @ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।