আমাদের কথা খুঁজে নিন

   

আই লাভ ইউ ম্যান

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... মানুষটা ছোটখাট, প্রবল জীবনশক্তিতে ভরপুর। প্রথম পরিচয় ক্লাসরুমে, ফার্মাকোগনসি পার্ট টু পড়েছি তার কাছে। এরপর কম্প্লিমেন্টারী এন্ড অল্টারনেটিভ মেডিসিন। একসময় ছিলেন আমার শিক্ষক পরবর্তিতে সহকর্মী। ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে পরামর্শ দিয়েছেন, বকা দিয়েছেন, আদর দিয়েছেন।

আমি তাকে ডাকতাম আমার গুরুজী বলে। দীর্ঘ প্রায় ৬ বছরের অধিক সময় ফার্মেসী ডিপার্টমেন্টকে আগলে রেখে আজ তিনি অবসর নিলেন। আজ রাতে তার ফ্লাইট ইউএসের উদ্দেশ্য। বয়স হয়েছে, ছেলে এমেরিকা থাকেন, হয়ত ওখানেই থেকে যাবেন, হয়ত আর দেশে আসবেননা। হয়ত আর দেখা হবেনা।

আমার ক্ষুদ্র জীবনকে প্রভাবিত করেছেন এমন গুটিকতক মানুষ যাদের অবদানকে কোন মূল্যমানে, কোন শ্রদ্ধান্জলী, কোন অর্ঘ্য বা বিনিময়মূল্যে শোধ করা যাবেনা তাদের একজন তিনি। আজকের আমাকে আমার এই অবস্থানে আনতে তার কাছ থেকে পেয়েছি দিক নির্দেশনা, অনুপ্রেরণা। তিনজন মানুষকে আমি চোখ বুঁজে আলাদা করতে পারিঃ ১. আশরাফ স্যার আমাকে গবেষণা কি বস্তু তা দেখিয়েছেন, স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন আর ২. এক বন্ধু আমাকে শিখিয়েছে সভ্যতা, নিজের হাতে গড়েপিটে হারিয়ে গেছে। এবং ৩. যে মানুষটাকে পিতার মত শ্রদ্ধা করতাম তিনি চলে গেলেন দূরে। কাল থেকে ফ্যাকাল্টি রুমে কি এক শুন্যতা ভরা থাকবে, কতদিন থাকবে জানিনা!! খুব ইচ্ছে ছিল যাবার সময় পায়ে হাত দিয়ে একটু সালাম করি।

করা হয়নি, অনেক সময় আবেগের প্রকাশে কোথা থেকে বাঁধা আসে বুঝিনা। শেষে যখন গাড়িতে উঠলেন সাহস করে হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা ছুঁয়ে দিলাম, হাতের ছোঁয়া নিলাম। চোখের জল লুকোতে গিয়ে দেখি আরেক সহকর্মী-বন্ধু হনহন করে ফ্যাকাল্টি রুমের দিকে ছুটছে। আমি বুঝতে পারি, আমারও হাটার গতি বাড়াই, একলা রুমে বসে থাকি কিছুটা সময়।

খুব বলতে ইচ্ছে করছিল, বলা হয়নি- আই লাভ ইউ ম্যান!! আবার দেখা হবে, আপনার ছায়া তলে ছিলাম দীর্ঘ আধযুগ। ছায়াটা থাকবে জানি। গুরুজী ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।