আমাদের কথা খুঁজে নিন

   

সু বাবুর কু ঝিক ঝিক ----------

ধন্যবাদ । স্থানঃ জয়পুরহাট স্টেশন । প্রয়োজনে প্রায়ই ঢাকা যেতে হয় । সাধারনতঃ বাসেই যাই । এবার ইচ্ছে হলো সু বাবুর কু ঝিক ঝিকে ঢাকা যাই ।

যেহেতু সু বাবু বলেছেন কু ঝিক ঝিক বর্তমানে (সু বাবুর) সঠিক সময়ে চলাচল করছে । যথারীতি যাত্রার তিন দিন পুর্বে দ্রতযান এক্সপ্রেসের সিট সহ টিকিট পেয়ে নিজেকে সৈভাগ্যবান ভেবে তখন আত্নতৃপ্তিতে ভুগেছিলাম । নির্ধারিত দিনে ট্রেন ছাড়ার নির্দিস্ট সময় বেলা ১০.৩৫ এর ১৫ মিনিট পুর্বে স্টেশনে পৌছেই স্টেশন মাস্টারের কাছে জানতে পারলাম দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি আগামী ১০ মিনিটের মধ্যেই স্টেশনে ঢুকবে । সু বাবুর প্রতি কৃত হলাম । আমি একটু পরপর স্টেশনের লাইনের ধারে গিয়ে উত্তর দিকে চেয়ে ট্রেনটিকে দেখার চেষ্টা করছিলাম ।

উল্লেখ্য যে জয়পুরহাট স্টেশনটি উত্তর দিক থেকে দক্খিন দিকে বিস্তৃত । যেহেতু উত্তর দিক দিনাজপুর থেকে দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে জয়পুরহাট স্টেশন হয়ে দক্খিন দিক ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে । প্রচন্ড অবাক বিস্বয়ে দেখলাম ট্রেনটি দক্খিন দিক থেকে এসে স্টেশন ধুকলো । অর্থাং ট্রেনটি এইমাত্র ঢাকা থেকে এলো । স্টেশন মাস্টারের কাছে বলতেই বল্ল, ভাই আপনি তো দ্রতযান ট্রেনটি কখন এসে ঢুকবে ।

আমি কি ভুল বলেছি, ট্রেনটি দিনাজপুর পৌছে পুনরায় ঢাকার উদ্দ্যেশে ছেড়ে এসে জয়পুরহাট স্টেশনে ঢুকবে বিকেল ৬ টায় । হিসাব কষলাম, যদি ট্রেনটি বিকেল ৬ টায় জয়পুরহাট ছেড়ে ঢাকাতে পৌছিবে রাত ১ টায়, তার মানে মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত আমাকে কমলাপুর স্টেশনে বিনিদ্র কাটাতে হবে । তখন সু বাবুর প্রতি অকৃত হলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।