আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে ভয়াবহ বেকারত্ব দরিদ্র দেশগুলোকেও হার মানিয়েছে ।

বেকারত্বের অভিশাপ যে শুধু অনুন্নত ও উন্নয়নশীল দেশে আছে তা নয়। অনেক উন্নত দেশও বেকার সমস্যা থেকে মুক্তি পাবার উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রতো বটেই, ইউরোপের শিল্পোন্নত অনেক দেশ তাদের নাগরিকদের বেকারত্ব থেকে মুক্তি দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। বেকারত্ব দূর করে অর্থনীতির চাকা সচল করতে মরিয়া হয়ে উঠেছে দেশগুলো। এতদিন দেশগুলোর ব্যাংকিং সমস্যা, মুদ্রাস্ফীতি প্রভৃতি নিয়ে ইউরোপের দেশগুলোর সরকার প্রধানরা একত্রে বসে আলোচনা করলেও এখন তাদের আলোচনার মূলে চলে এসেছে বেকারত্ব নিরসন।

মাত্র কয়েকদিন আগে ইউরোপের নেতারা ব্রাসেলসে একত্রিত হয়েছিলেন বেকারত্বের বিরুদ্ধে সংগ্রাম করার কৌশল উদ্ভাবনের জন্য। কিছু উপায় তারা বেরও করে ফেলেছেন। তাদের সবার মুখে ছিলো একই বক্তব্য। আর সেটি হচ্ছে— প্রায় দুই কোটি ৬০ লাখ বেকার লোক সামনের দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়নের জন্য হুমকি হবে। এছাড়া এত বড় জনগোষ্ঠী দীর্ঘদিন বেকার থাকলে তাদের মনে ইইউ সম্পর্কে অবিশ্বাস জন্মাবে।

আগে বেকারত্ব সমস্যা দেশগুলোর একার থাকলেও এখন আর তা নেই। ইউরোপের দেশগুলোতে যেহেতু অবাধ যাতায়াত করা যায় সেজন্য এখন এটি একটি সমন্বিত সমস্যা । সুত্র ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.