আমাদের কথা খুঁজে নিন

   

ইশঃ না গেলে জানাই যেত না

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে ইশঃ না গেলে জানাই যেত না। জানা হতো না, রেজওয়ানা আর জানা আপার একই কালারের ড্রেস পরে আড্ডাবাজিতে আসার ষড়যন্ত্রের কথা। জানা হতো না, অন্যমনস্ক শরৎ কতটা অন্যমনস্ক আর অন্যমনস্ক হলেও ভাষা নিয়ে তাঁর মনস্কতার কথা। জানা হতো না, কৌশিকের চান্দি খালি হলেও সপ্তাহান্তে দাড়ি-গোফের বাড়াবাড়ির অজানা রহস্য জানা হতো না, কাজল রেখার চোখের কাজলের চেয়ে কপালের লাল টিপটার আধিপত্যের কথা জানা হতো না, শান্তির দেব দূত, নিজে শান্ত কিনা জানা হতো না, শিপু ভাইয়ের লাজুক চেহেরার আড়ালে লুকিয়ে থাকা আড্ডাপ্রিয়তার কথা জানা হতো না, ডলুপূত্রের চাঁটগাঁইয়া মাতৃভাষা প্রীতির কথা জানা হতো না, ব্লগারদের আড্ডাবাজির কড়া পর্যবেক্ষণে ছিল ভবিষ্যৎ ব্লগারাও জানা হতো না, আকাইম্মা পোলার ঝড়ের বেগে ছুটে আসার ভবিষ্যৎ হুমকীর কথাও জানা হতো না, লাস্ট সামুরাই এখনও মমি হন নাই, বরং বহাল তবিয়তে সশীরের ---- জানা হতো না, আরজুপনির প্রতিবাদী আড্ডাবাজির অজানা কথাও জানা হতো না, মেহেদী হাসান নাসিমদের এই অপূর্ব জুটির কথাও জানা হতো না, ব্লগবাজি আর আড্ডাবাজির পাশাপাশি এইসব না হলেও চলে না জানা হতো না, আড্ডাপ্রিয় কালপুরুষের চোখ শুধু শব্দ, ছন্দ আর কবিতার মধ্যেই স্থির থাকে না, বরং ঘুরে বেড়ায় ---- দিকে; আরো জানা হতো না, দেশপ্রেমিক ক্ষুদে ব্লগার আশকারীদের কথা, আরো আরো অনেক কিছুই জানা হতো না। যদি না গতকাল (২৪ ফেব্রুয়ারি ২০১২) সামহ্যোয়ারইন-এর উদ্যোগে বাংলা ব্লগাড্ডায় উপস্থিত থাকতাম। আচ্ছা ব্লগাড্ডায় গিয়ে যা জানলাম, তা না জানলেই বা কী ক্ষতি ছিল? কিংবা জেনেই বা কী লাভ হলো? না, এইসব প্রশ্নের উত্তর জানি না। জানার দরকারও মনে করি না। একটা বিকাল অন্তত দারুণ কেটেছে, বিচিত্র সব প্রোফাইল পিকের আড়ালে লুকিয়ে থাকা ব্লগবাজদের মুখগুলিও এখন কিছুটা চেনা চেনা লাগবে, মনে হবে এরাও আমার আপনজন- এটাই বা কম কিসে? গতকালের আড্ডাবাজি সম্পর্কে আরো কিছু জানতে চাইলে খুঁচা দিতে পারেন- ব্লগ আড্ডার এলোমেলো ছবিব্লগ। প্রাণের খেলায়, সামুর মিলনমেলায় ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার ২০১২ বাংলা ব্লগের একটি মিলনমেলায় ব্লগার বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় সাথে ছবি ব্লগ আজ ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার ২০১২ বাংলা ব্লগের একটি মিলনমেলায় ব্লগার বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় সাথে ছবি ব্লগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।