আমাদের কথা খুঁজে নিন

   

অণুগল্প-১২

এক. বি.সি.এস ভাইভা বোর্ড : বোর্ড- প্রথম চয়েজ কাস্টমস কেন আপনার ? প্রার্থী - স্যার এটা প্রস্টিজিয়াস জব, তাছাড়া দেশের সেবা করা যায়, দেশ কে .... বোর্ড--মিয়া রাখেন ! মাল কামানোর ধান্দা এটা বলেন..দেশ কে একেবারে উদ্ধার করবেন না ! বাস্তবে--- কাল একজন কাস্টম এসির সাথে জমি দেখতে গেলাম শাহীনবাগে । জমির দাম ২ কোটি টাকা মাত্র ! চাকরীর বেশিদিন হয়নি । উনি অফিস গেলেই নাকি লাখ টাকা নিয়ে আসেন । চাপাবাজি কিনা জানি না , তবে উনার প্রাইভট কার , চলন বলন সবই একেবারে দেখার মত । উনার বাড়ী বগুড়া বা গোপালগহ্জ হবে ।

পড়েছেন জাতীয় ভার্সিটিতে বাংলায়..চার ভাই বিসিএস এ দেখার মত পোস্ট এ । মেধাবী ফ্যামিলিই বটে !!!! দুই. ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে । কোন এক উপন্যাসে পড়েছিলাম । ঈশ্বরের অবিচার নাকি স্বেচ্ছাচারিতা ! যখন যা ভাল লাগে উনি করেন । নিরীহ মানুষ বছরের পরে নির্যাতিত হয় প্রভাবশালী দ্বারা ।

অন্যায় অর্থ আর ক্ষমতার দ্বারা পৃথিবী শাষন করে স্বৈরাচারী । শোষিত হয় গরীব জনতা । এ কেমন বিচার তোমার ! আমাদের জন্য সবসময় আছে তোমার সান্ত্বনা বাণী !! তিন. তোমার কাছে পারমানবিক অস্ত্র । আমি রাখলেই দোষ ! জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা একটা অমানবিক কালচার ! জিহাদ আর সন্ত্রাসের ডিফিনিশন কি ? ধর্মভিত্তিক রাজনীতির উদাহরণ পৃথিবীতে আছে কি ? এরকম কত শত অণুগল্প মনে ভাসে নিজের অজান্তে !! চার. রহিম মিয়া রিকশা চালায় রাত দিন । শুকনা হাড্ডিসার ।

ময়ুরীর নাচ দেখে সন্ধা হলে পুরবী সিনেমায় । দেশের বাড়ীতে তার হাড্ডিসার সকিনা বিবি ! নায়িকারে দেখে আর ভাবে কত সুন্দর স্বাস্থ নায়িকাটার ! আমার সকিনা বিবি যদি এমন হত ! আমিও হালায় কঙ্কাল একটা ! তার চোখটা কেম যেন করে উঠে !!! পাঁচ. মিউচুয়াল । পাস্পরিক সমঝোতা ! কত কিছুই হচ্ছে মিউচুয়াল ভাবে । কমিশন . সেক্স , বাণিজ্য , লাম্পট্য সবই । তাই না ? ছয়. পাশের ফ্লাটের হেলেন ম্যাডাম ।

দেখতেও হেলেনের মত । সারা রাত ই মোবাইলে জানি কার সাথে কথা বলেন । কখনও ঝগড়া, কখনও কান্না কখনও অভিযোগ । অনেক কথা শুনা যায় তাকে নিয়ে । স্লিম গড়নের ম্যাডামের এক ছেলে ।

মাশা আল্লাহ স্বাস্থ যাকে বলে ! স্বামী সম্ভবত বাসায় খুব একটা থাকে না । স্বামী শর্ট আর মোটা যা মহিলার সাথে ম্যাচিং এ যায় না । কোন বনিব না নাই ! কী কারন জানি না ! সাত. আমার ঢোল পিটানোর মানুষ নাই । তাই নিজের ঢোল নিজেই পিটাই । আমি কবি , প্রকাশনা দিয়েছি ।

আমি শিক্ষক আমার একটা স্কুল আছে । আমি গাই আমি প্রষ্টার লিফলেটে ঢাকার রাস্তা ছেয়ে গেছে । আমি রাজনীতি করি আমার মত চরিত্রের আর একটিও মানুষ নাই । আমি এ পারি সে পারি , কি পারি না ! তা নিজেই জানি না । নিজের ঢোল নিজেই পিটাতে হয় তাই না ! আট. লেখাপড়া করে যে গাড়ী ঘোড়া চড়ে সে ----(হাস্যকর এখন !!) আর লি বেড আন্ড আরলি টু রাইজ---------(ফেসবুক আর মোবাইল !!!) আপনাকে যে বড় বলে বড় সে নয় --------( !!!!!) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ----------------(স্বজনপ্রীতি, দুর্নীতি, প্রশ্নফাস) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! নয়. দুই দলের বৃত্তে আটকা আমাদের ভাগ্য ।

পাচঁ বছরের লিজ দেই আমরা । কাজের বুয়াকেও ওরা মন্ত্রী মিনিষ্টার বানায় আর আমরা আমজনতা ওদের ঐশ্বর্য দেখে আঙুল চুষি । সাথে আছে বিশ্ব বেহায়া আর ধর্ম ভ্যাবসায়ী রাজাকারদের জালাতন । তৃতীয় কোন সম্ভাবনা আছে কি !!!! দশ. হাজার হাজার অণুগল্প যা আমরা প্রত্যেকেই জানি । কিন্তু বলা যায় না ।

সে গুলো কিভাবে বলা যায় কেমনে বলা যায় জানে ন কিছু । এ গুলো অশ্লীল হতে পারে । এগুলো প্রকাশ করলে আপনার প্রাণ টাই যেতে পারে । সেগুলো প্রকাশ করবেন কিভাবে ???? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।