আমাদের কথা খুঁজে নিন

   

আম জনতার অভিধান - ২

পাখি এক্সপ্রেস রক্তশূন্যতা একটি রাজনৈতিক মিথ্যাচার। এ দেশের রাজনৈতিক নেতারা জাতির জন্য কথায় কথায় রক্ত বিসর্জন দেন, কিন্তু কোন নেতা আজ পর্যন্ত রক্তশূন্যতায় মারা যাননি। নাক শ্বাস প্রশ্বাস নেয়ার চাইতেও সিঁটকানো ও গলানোর কাজে বেশি ব্যবহৃত হয়। বেশি বেশি নাক সিঁটকানো ফ্যাশনের পর্যায়ে থাকলেও নাক গলানোর বিষয়টি দুরারোগ্য ব্যধিতে পরিণত হয়েছে। সুপার হিরো সুপার হিরো ইংরেজি শব্দ।

আরবিতে বলা হয় 'হুমায়ুন আহমেদ'। বাংলায় 'হুম্যান'। বাংলাদেশে মাত্র একজন সুপার হিরো আছেন। পাশ্চাত্যে কয়েকজন আছেন। যার মধ্যে সুপারম্যান, ব্যাটমান,স্পাইডারম্যান অন্যতম।

স্ক্যান্ডাল ভিডিও ক’দিন পরপর খোঁজ নিতে হবে। প্রার্থনা করতে হবে নতুন নতুন ভিডিওর। পাওয়া গেলে মনযোগ দিযে দেখতে হবে। এরপর টয়লেটে যেতে হবে। সবশেষে ব্লগে ফেসবুকে শেয়ার দিতে হবে এবং ভিডিওর পাত্র পাত্রীর জন্য নরক কামনা করতে হবে।

ঢাকা শহর "এখানে কী মানুষ থাকে! যেন একটা নরকে আছি!" এ কথা বলেই গ্রামে ফোন করে পাড়াতো ভাইটিকেও ঢাকায় চলে আসার কথা বলতে হবে। আরো বলতে হবে, "গ্রামে থেকেতো পঁচে গেলি। ঢাকায় চলে আয়। ঢাকার বাতাসে টাকা উড়ে। " দেশের গান শান্তনা সূচক বাণীতে ভরা থাকে।

একটা দেশে যা যা হারিয়ে গেছে এবং যা যা মিস করে, সবকিছুই এসব গানে লেখা থাকে। রাজনৈতিক দলগুলো দেশের গান খুব ভালোবাসে। কারণ এসব গান জনগণের মন ভোলাতে সবেচেয়ে বেশি কাজ করে। নারী বাংলাদেশে প্রধানত অনেক প্রকারের নারী আছে। যার মধ্যে স্টেশনারী ও কনফেকশনারী অন্যতম।

এ দেশে নিজের মা বোন ঈশ্বরের চেয়ে মহান। অপরের মা বোন হচ্ছেন নারী। নারীরা সকল নষ্টের মূল হয় এবং তাদের দেখলে পুরুষানুভূতি জেগে উঠে। মুজিব কোট আওয়ামী লীগের ইউনিফর্ম। বর্তমান সময়ে দেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক বস্ত্র।

এটি গায়ে দিয়ে আনন্দের সাথে একজন শিক্ষককে তাচ্ছিল্যের খাতিরে টোকাই বলে সম্বোধন করা যায়। এ বিষয়ে হাইকোর্টে কোন রুল জারি হয় না। প্রথা বিরোধী যে কোন প্রথার বিরোধিতা করতে হবে। বিরোধিতা করতে করতে এটাকে একটা প্রথায় রূপান্তরিত করতে হবে। তারপর এ প্রথাটি টিকিয়ে রাখার যুদ্ধে শামিল হতে হবে।

জোঁক একমাত্র জোঁকের সাথে আমাদের রক্তের সম্পর্ক। সেসব প্রিয়তম জোঁকেরা আমাদের ছেড়ে চলে গেছেন। এখনকার জোঁকেরা অনেক মহান। তাঁরা রক্তপান করেন না। রক্ত নিয়ে খেলাধুলা করেন।

ঈশ্বর ঈশ্বর হচ্ছেন আমার প্রিয়তম গাধার মতো। গাধার পিঠে ভারী মালামাল দিয়ে নির্ভার হই। ঈশ্বরের কাঁধে জীবনের সব ব্যর্থতার দায়ভার তুলে দিয়ে শক্তি সঞ্চয় করি। হাসপাতাল হাসপাতাল বলতে আমরা প্রাইভেট হাসপাতালকেই বুঝি। এখানে মানুষের অসুস্থতা বৃদ্ধির জন্য মিলাদ পড়ানো হয়।

যেদিন বেশি রোগী ভর্তি হয়, সেদিন হাসপাতাল মালিকদের প্রতিটি কথার শেষে একটি করে স্মাইল ইমোটিকন থাকে। মহিলা হোস্টেল পুরুষ গবেষনা ইনস্টিটিউট। কিন্তু গবেষনার ফলাফল প্রকাশ করা হয় না। বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। মহিলা হোস্টেলের পুরুষ নিরাপত্তা কর্মীরা প্রতিদিন প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করে থাকেন।

লিটলম্যাগ মূলত প্রান্তিক কবিদের হতাশার দলিল। দৃশ্যত এটি একটি আন্দোলন। ফলত কিছু দিনের মধ্যে তাবলীগ বাহিনীর মতো লিটলম্যাগ বাহিনী দেখলে মানুষ আতংকিত হয়ে যাবে। ইভা রহমান এটা তার ডাক নাম। পুরো নাম মোসাম্মৎ জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান।

তিনি রেডিওতে গান করেন না। কারণ রেডিওতে শ্রোতারা শিল্পীকে দেখতে পান না। বাদাম বেচারা! প্রেমিক ও প্রেমিকা, মদ ও মদ্যপের মাঝখানে থেকে বাদামের দফারফা। কবি সংসদ সদস্য এবং কবিদের মাঝে অদ্ভুত মিল। উভয়ই দিনে দিনে গণবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।

বেশিরভাগ কবি মনে করেন ব্যর্থ কবিরা কবিতার বেশি সমালোচনা করেন। সংসদ সদস্যরাও তাদের বেলায় একই ধারনা পোষণ করেন। ধর্ম বাজারে সহজলভ্য সবচে আগ্রাসী মাদক। এটি ধীরে ধীরে কাজ করে মস্তিষ্কের বেশিরভাগ উপাদানকে উগ্র করে ফেলে। এ মাদকে আসক্তরা রক্ত দেখে বেশি পিনিক পায়।

তাই তারা সাদা জামা অধিক পছন্দ করে। সাদা জামায় রক্তের দাগ উজ্জ্বল দেখায়। প্রধানমন্ত্রী তিনি একাধারে মন্ত্রীদের প্রধান, দলীয় মাস্তান সন্ত্রাসীদের প্রধান। একই সাথে দলীয় হুজুর, পুরোহিত এবং পাদ্রীদেরও প্রধান। প্রধানত তিনি সাধারণ মানুষের প্রধান নন।

বিরোধী দল বাংলাদেশী শব্দ। মৃদুভাবে উচ্চারণ করা শেষে খানিকটা ঘাড় বাঁকা করতে হয়। সরকারের বিরোধিতা করতে হবে। জনগণের বিরোধিতা করতে হবে। নিজের জন্মের বিরোধিতা করা শেষ করে তারপর গোঙাতে হবে।

রাষ্ট্রপতি একজন রুগ্ন, দুর্বল ব্যক্তিকে বেছে নিয়ে রাষ্ট্রপতি বানিয়ে দাও। রাষ্ট্রপতি হওয়া মাত্রই তিনি মহান, দয়ালু, বিনয়ী এবং ক্ষমাশীল হয়ে যাবেন। এরপর আমরা সবাই তাকে বিনাশর্তে সম্মান করবো। আম জনতার অভিধান - ১ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।