আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার.............মীরজাফর

এদেশের সরকার কি এদেশের মানুষের সরকার না বিদেশী কোম্পানি এর দালাল ?? কৃষক এর বিদ্যুৎ এর জন্য গ্যাস না দিয়ে , গ্যাস দেয় বৈদেশিক কোম্পানি এর কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এ । কৃষক কে ভর্তুকি না দিয়ে ভর্তুকি দেয় বিদেশী কোম্পানি কে । সামনে গ্যাস এর দাম , জ্বালানি তেল এর দাম আর বিদ্যুৎ দাম সরকার আরো বাড়াবে । এভাবেই সরকার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বানাবে যেখানে কয়েকদিন পর এদেশের মানুষ প্রতি নিঃশ্বাস এর জন্য সরকার কে টাকা দিবে । আর সরকার ওই সব টাকা বিদেশী কোম্পানি এর জন্য খরচ করবে ।

১৭৫৩ সালের মতন হয়তোবা আমাদের দেশের সরকার বিদেশী কোম্পানি এর কাছে দেশ কে বিক্রি করে দিবে । এখনই সময় সবার ঘুম ভাঙ্গার । কারণ কোন একদিন হয়তোবা আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার স্বপ্নের দেশটা আর আপনার থাকবেনা , তখন সব কিছু দুঃস্বপ্ন মনে হবে । সেই দুঃস্বপ্ন দেখার আগেই ঘুম ভাঙ্গা দরকার । নব্য রাজাকার , নব্য মীরজাফর এরা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।