আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ব্যাকরনঃ চিরচেনা এবং অবশ্যপাঠ্য বাক্যের ব্লগীর রূপ নিয়ে অবশ্যপাঠ্য ফান পোস্ট

যে মুখ নিয়ত পালায়......। । আমাদের প্রিয় প্রবাদবাক্য/কবিতার লাইন(বাংলা ব্যাকরনের সারাংশ সারমর্ম অংশে থাকত) গুলোর ব্লগীয় রূপ। হাতের কাছে একটা ব্যাকরণ বই পেলাম। প্রবাদ বাক্য পড়ে ব্লগ জগতের জন্য এই মহান(!) কর্ম করতে ইচ্ছে হল।

সেই ইচ্ছে থেকেই উদ্বুদ্ধ হয়ে এই পোস্ট লেখা। প্রবাদ বাক্য সমগ্রঃ আপনি আচরি ব্লগিং, শেখাও অপরে। ব্লগার হওয়া শক্ত কিন্তু ব্লগ ত্যাগ করা আরো কঠিন। সিন্ডিকেট ব্লগিং ব্লগস্ফিয়ারের জন্য অভিশাপ স্বরূপ। ছাগু দ্যাখে কেউ করিসনে ভয় আড়ালে তার মডু হাসে হারা ছাগুর হারা হাসি গদাম হয়েই ফিরে আসে।

তুমি পেইড ব্লগার তাই বলিয়া আমি সাধারণ ব্লগার হইব না কেন? (হোয়াই......হোয়াই দিস কলাভেরি......) চে ব্লগার রাষ্ট্র করে দেয়, পেলে কোন ছুতা জান না, আমার সাথে মডুর শত্রুতা! (চে= চেলিব্রেটি) হে ব্লগার তুমি ভূবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে (কি কাজ আল্লা জানে!) ব্লগ জোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র এই ব্লগের বিরাট খাতায়, পলিটিক্স যত পাতায় পাতায় শিখছি সেসব কৌতুহলে নেই দ্বিধা লেশ মাত্র! (নতুন ব্লগারদের জন্য) অতি বাড় বেড়ো না, মডু ব্যান দিবে অতি ছোট থেকো না, ছাগু মুড়ে খাবে। ঘুমিয়ে আছে শিশু ব্লগার, সব ব্লগারের অন্তরে। (সবাই শিশু মনের! ) আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ ব্লগে সকলে তরে সকলে আমরা সুখে দুখে এক লগে। ক্যাচাল, মাল্টি নিক, পলিটিক্স, রিভার্স এবং ব্যানে ব্লগার হইতে দাও আমার সন্তানে। এ ব্লগ ছাড়িয়া কহে দুরন্ত নিঃশ্বাস ও ব্লগেতে সুখ নাই আমার বিশ্বাস ও ব্লগ কহে দীর্ঘশ্বাস ছাড়ি পৃথিবীর সব সুখের ওই ব্লগে আড়ি এ ব্লগে হায়, মডু বেশী চায় তার আছে ভুরি ভুরি তাহার হস্ত করে সমস্ত ব্লগারের ধন চুরি! বিশ্বে যা আছে মহান সৃষ্টি চির কল্যাণকর সার অর্ধেক তার সকল কিছু, বাকী অর্ধেক ব্লগার! শেষ।

পোস্টের সমাপ্তি এইখানেই। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.