আমাদের কথা খুঁজে নিন

   

ছাই হওয়ার আগে

আমিতো জেনেছি তুমি যে স্বর্গে ঝাপ দিয়েছ সেখানে আগুন আর আগুন তুমি স্বর্গের আগুনে পোড়া এক পাখি; তোমার বাহিরে সরোবর নিরবতা অন্তরে আগুনের অস্থিরতা। তোমার আগুনে আমিও আগুন তোমাকে আমি ছাই হতে দেবনা- স্বর্গের ফুল রূপে চাই; অন্তরে ঢেউ খেলুক অপার্থিব ফোয়ারা- ভালবাসার ফোয়ারা। আমি আমার ভালবাসার প্রাণ নিয়ে স্বর্গের আগুনে ঝাপ দেব;- করব মল্লযুদ্ধ। হয়ত হারাব দুইহাত যে হাতে মুক্তা কুড়িয়ে দেয়ার স্বপ্ন দেখেছি- হয়তবা ফুলও। আগুনে পোড়তে পারে দুই চোখ যে চোখে উল্কার পতন দেখে তোমাকেও দেখাতে পারতাম হয়ত হৃৎপিন্ড পোড়ে পোড়ে কালো হবে ধমনী- শিরার রক্ত হবে জমাট কালো; কালো পোড়ে পোড়ে সাদা হবে- সাদা ছাই! তবুও ছাই হওয়ার আগে তোমাকে ভালবাসার ফোয়ারা- স্বর্গের ফোয়ারা বানাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।