আমাদের কথা খুঁজে নিন

   

গাছ বাঁচান

আমাজন জংগল একাই আমদের পৃথিবীর মানুষের জীবন রক্ষার জন্য দরকারী অক্সিজেনের ৪০% সরবরাহ করে থাকে। সেই মহান সৃস্টিটির ছবি দেখুন। আর আমরা বাংলাদেশের কিছু মানুষ সেই জীবন রক্ষাকারী গাছ সমানে কেটে চলেছি! প্রতিদিনের খবরের কাগজে তো সেরকম লেখাই পড়ছি! সুন্দরবন তো প্রায় শেষ হতে চলল! বাস্তবে অবস্হা উপরের ছবির চাইতে খারাপ বৈ ভাল নয়। জানেন বোধ হয় যে আমাদের এই গ্রহবাসীর মাস ছয়েকের খোরাকী অক্সিজেন বানাতে ৩৪ ট্রিলিয়ন ডলার লাগবে! সেটা কত টাকা? এটা হল দশ হাজার ডলারের বান্ডিল, উপরেরটা হল এক বিলিয়ন ডলার। এরকম ৩৪ হাজার ট্রলি ডলার লাগবে শুধু ৬ মাসের অক্সিজেন বানাতে, আর গাছ সেটা আমাদের ফ্রি দিচ্ছে! একদম ফ্রি! আর সেই গাছ কেন আমরা কেটে সাফ করছি? সেনানিবাস এলাকায় গেলে একধরনের পরিষ্কার বাতাস কি অনুভব করেন? করেন, কারন সেখানে পরিকল্পিতভাবেই গাছ লাগানো হয়, আর বড় কথা সেগুলিকে রক্ষা করার প্রচুর বন্দোবস্ত নেয়া হয়।

চুটকি: বৃক্ষরোপন সপ্তাহে ডিসি সাহেব গাছ লাগাবেন। তো পিয়ন একটা জায়গা নির্ধারিত করে চারা টারা এনে পানি এনে ডিসিকে বলল। ডিসি এসে জায়গাটা দেখে বললেন ঠিক এই জায়গাতেই কেন? পিয়নের নির্বিকার জবাব, 'স্যার, গত ২০ বছর যাবৎ সব ডিসিরাই এখানেই গাছ লাগিয়ে আসছেন'। কি বুঝলেন? সরকারকে বলুন ইটের ভাটা বন্ধ করে দিতে, গাছ কাটা একদম নিষিদ্ধ করতে। নিজে সম্ভব হলে গাছ লাগান, অন্যকে উৎসাহিত করুন, প্রানীকুলকে বাঁচান, গ্রহটাকে বাঁচান।

আমাদের এই একটাই মাত্র গ্রহ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।