আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা দৌড় দিছে....(রম্য)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) সেদিন ৯ নং লোকাল বাসে বাসায় ফিরছিলাম। লোকাল বাসে সাধারণত যে ভীড় থাকে সেটি সেদিন ছিল না।ফলে বাসটি সব স্টপেজেই একটু লেট করছিল যাত্রী পাওয়ার আশায়। এভাবে চলতে চলতে বাসটি টেকনিক্যাল পর্যন্ত এসে থামল... একজন দুজন করে যাত্রী উঠছে...একসময় আর কোন যাত্রী উঠার কোন লক্ষণ দেখা গেল না কিন্তু তবু বাসটি ছাড়ছে না। স্বভাবতই যাত্রীরা অধৈর্য হয়ে উঠল এবং ড্রাইভার কে ধমক দিতে লাগল। ড্রাইভার এর একটু টনক নড়লে সে গাড়ির গতি বাড়াল..কিন্তু হঠাৎই হেল্পার বলে উঠল "ওস্তাদ আস্তে! মহিলা দৌড় দিছে....." (গাড়ি থামানোর জন্য সে কথাটা বলছিল) বাসের গতি আবার কমতে কমতে থেমে গেল.. এর অনেকক্ষণ পরেও বাসে কোন মহিলা উঠতে দেখা গেল না.... তখন এক যাত্রী হেল্পার কে লক্ষ করে বলে উঠল "কী রে দৌড় দিল যে মহিলাটা কই!" আর এক যাত্রী বলল,"দূর থেকে ওরে দেইখা মহিলা দৌড় দিছিল...কিন্তু কাছে আইসা ওরে ভালমত দেখার পর আবার উল্টা দৌড় দিছে!!! [সহজ প্রশ্ন: শেষ কথাটা যে যাত্রী বলছিল সে কে?]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।