আমাদের কথা খুঁজে নিন

   

পেশী নয় নারীকে টানে পুরুষের উজ্জ্বল ত্বক

Iঅপ্রকাশিত পুরুষের সুঠাম শারীরিক গঠনের তুলনায় ত্বকের উজ্জ্বলতা মেয়েদের বেশি আকৃষ্ট করে। নটিংহাম ইউনিভার্সিটির স্কুল অফ সাইকোলজির গবেষক ড. ইয়ান স্টিফেনের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। খবর ডেইলি মেইল-এর। ৩৪ জন ককেশিয়ান (ইন্দো-ইউরোপিয় নৃ-গোষ্ঠির সদস্য) এবং ৪১ জন আফ্রিকান কালো পুরুষের ছবি নিয়ে এ গবেষণা পরিচালিত হয়। গবেষক স্টিফেন কম্পিউটারের সাহায্যে ছবির পুরুষদের গায়ের রঙ এবং পেশির আকার পরিবর্তন করে নানা রূপ দেন।

সেখানে মূল ছবিটিও রাখেন। তারপর এসব ছবি মেয়েদের দেখতে দেন। এই গবেষণাতেই জানা সম্ভব হয়, গায়ের আকর্ষণীয় রঙ পুরুষদের স্বাস্থ্যবান হিসেবে বিবেচিত করায়, যা মেয়েদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। তার মতে, যারা ফল এবং শাকসবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তারাই উজ্জল ত্বকের অধিকারী হন। এজন্য গবেষক স্টিফেন বলেন, যেসব পুরুষ মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে চায় তাদের উচিত ত্বকের উজ্জ্বলতার প্রতি নজর দেওয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।