আমাদের কথা খুঁজে নিন

   

আমি আমার মতো করে ভাবতে চাই...

প্রতি মুহূর্তে সব কিছু কে বদলে দেয়ার অদম্য ইচ্ছা আমার । যত আলোচনা, যত সমালোচনা সব কিছু কেই আমি তোয়াক্কা করি না বা করতেও চাই না । আমি হয়তো ভারসাম্যহীনতায় ভুগছি কিন্তু আমি তো নিজের সাথে প্রতারণা করতে পারি না । সেটা করাও ঠিক হবেনা । বিরক্তবোধ না করলে একটু ভিন্ন প্রসঙ্গ টেনে বলছি,আমার মা আমাকে বলেছিল তুমি নিজের কাছে কখনও ছোট হয়ে যেও না তাহলে বাঁচতে পারবেনা ।

কারণ হিসাবে সে আমাকে যা বলেছিল তাতে আমি অভিভূত হয়েছিলাম । তখন মা'র কথা কানে না নিলেও আজ হারে হারে টের পাচ্ছি তার মর্মকথা । এবার ফিরে আসছি মূল কথায় । আমি কারো দৃষ্টি দিয়ে পৃথিবী দেখি না, কোনদিন দেখবোও না জানি তাহলে আমি কেন তোমাদের মত করে ভাববো ? আমি কখনো ভাবতেও পারবও না । আমি সব সময় হাসতে চাই আর সেই হাসি কে নিজের ভিতর থেকে অনুভব করতে চাই ।

ভেবে যাব আমার মত করে্‌, মা কথা দিচ্ছি তোমায় নিজের কাসে কখনো ছোট হবোনা আমি...। আমি সেই ছোট্ট আমি............। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।