আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ভুলিনি ! ভুলবো না !! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ৬০ বসর গেলো পেরিয়ে, আজো ভুলিনি তোমাদের আজো তেমনি করে মনে রেখেছি গেঁথে তোমাদের আত্মদান বাংলা মায়ের ভাষার দাবীতে রাজ পথে যারা দিয়েছিলে প্রাণ ভুলিনি আজো, ভুলবো না কোন দিন, ভুলবো না, ভুলবো না। কে কবে শুনেছে কোথায়! ভাষার দাবীতে রাঙ্গিছে পথ! দিয়েছে প্রাণের বলিদান! শকুনির দল করেছিল কণ্ঠরোধ আমার মায়ের ভাষা বাংলা মায়ের দামাল ছেলেরা মানেনি কোন বাঁধা বজ্রকন্ঠে দীপ্ত পায়ে কাঁটা তারের বেড়া, বুলেট উপেক্ষায় ঝরেছে প্রতিবাদী কণ্ঠস্বর! পারেনি রুখতে, দাবিয়ে রাখতে, চাপাতে ভিন্ন ভাষা সোনার যুগের সোনার ছেলেরা এনেছে ফিরিয়ে বাংলা ভাষা হাসিমুখে বিলিয়ে তাদের প্রাণ আজো ভুলিনি, ভুলবো না কনদিন, তোমাদের এই আত্মদান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।