আমাদের কথা খুঁজে নিন

   

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের প্রত্যয়

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের অঙ্গীকার কি অপালিতই থাকবে? আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং সংকীর্ণতার উর্ধ্বে। প্রতিটি একুশে উদযাপনের সময় সংবাদপত্রের শিরোনামে শোভা পায়, সারা দেশে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের অঙ্গীকার। কত সহস্র মানুষের কণ্ঠে কতবার, কত দিন ধরে এই অঙ্গীকার শব্দটি উচ্চারিত হবে? এই অঙ্গীকার কি অপালিতই থাকবে? একুশের উল্লেখযোগ্য অর্জন সত্ত্বেও কেন এই প্রশ্ন? আমরা আত্মাভিমানে আমাদের এই অর্জন নিয়ে যথেষ্ট অহংকার করে থাকি। এখন আমাদের বড় দায়, ভাষার দৈন্য মোচন এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানসম্পন্ন সমৃদ্ধ ভাষাগুলোর সমকক্ষ করে তোলা। আমরা সেই দায় মোচনে পরিশ্রমবিমুখ না হয়ে নিজেদের একাগ্রচিত্তে নিবেদন করলে সেটি হবে আমাদের জন্য মঙ্গলময় এবং কল্যাণকর। তাই আর সময় ক্ষেপণ নয় - কেবল শহীদ মিনারে ফুল দেয়া নয়, প্রভাত ফেরী নয় একইসাথে সরকারী এবং বেসরকারী তথা জাতীয় পর্যায়ে সবাইকে উদ্যোগী হতে হবে সর্বস্তরে বাংলা ভাষার প্রমিত প্রচলন। আমরা ২১ এর অর্জন কে ম্লান হতে না দিয়ে এর সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই- এখনই সময় তার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।