আমাদের কথা খুঁজে নিন

   

একুশ

শান্ত একুশ ছিলো লাল সূর্য, একুশ মুখের ভাষা। একুশ ছিলো ক্ষেতের চাষা, একুশ ভালোবাসা। একুশ ছিলো লাল গোলাপ, একুশ শহীদ মিনার। একুশ ছিলো উড়ছে পাখি, একুশ পাখির ডাক। একুশ ছিলো কবি আর, কবির কবিতা। একুশ ছিলো ছোট শিশু, বলছে মনের কথা। আজ- একুশ তুমি ছুটির দিন, ছোটদের জন্য খেলা। বয়স্কদের Holiday, করছে তোমায় অবহেলা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।