আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির দাবীতে গণ অবস্থান

আমি মানুষ, এটাই আমার পরিচয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা নির্বিচারে মানবহত্যা, নারী ধর্ষণ করেছিল তাদের সর্বোচ্চ বিচার বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। এই সকল অপরাধের সাথে জড়িত ছিল জামায়াতে ইসলাম এবং ইসলামি ছাত্র সংঘ। ৭১ পরবর্তী সরকারগুলো এই যুদ্ধাপরাধীদের বিচার তো করেই নি,বরং তাদেরকে সহায়তা করেছে নানাভাবে। ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সু্যোগ করে দেয়।

৯৬ সালে আওয়ামী লীগ জামায়াতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে এবং জামায়াতকে ২ টি নারী আসন ছেড়ে দেয়। ২০০১ সালে বি এন পি জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করে এবং জামায়াতের সেই সময়ের আমীর মতিউর রহমান নিজামী হয় শিল্প মন্ত্রী। এইবার আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে আতাত শুরু করে জামায়াতের সাথে। যার প্রতিচ্ছবিই দেখতে পাই কাদের মোল্লার মামলার ক্ষেত্রে। দুর্বল প্রসিকিউশন,সাক্ষী হাজিরে গড়বড়সহ নানা অনিয়ম দেখা যায় এই গুরুত্বপুর্ণ মামলার ক্ষেত্রে।

এই পরিপ্রেক্ষিতেই গড়ে উঠে শাহবাগ আন্দোলন, উঠে আসে ৬ দফা। আওয়ামি লিগ এই আন্দোলনকে ব্যবহার করতে চায় ভোট ব্যাঙ্ক হিসেবে, একিসাথে আওয়ামি লিগ ও বি এন পি ভোট ব্যালেন্স করার জন্য ব্যবহার করে ধর্মীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে। আমরা স্পষ্টভাবে বলতে চাই গণজাগরণ মঞ্চ দ্বিধাবিভক্ত হয়েছে সরকারের অতি দখলদারিত্বের কারণে,আস্তিক-নাস্তিক ইস্যুতে নয়। এবং এই দ্বিধাবিভক্তির দুর্নামের ভাগিদার সরকারপন্থি কিছু অনলাইন লেখকের যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল। এই আন্দোলনে মানুষ এসেছে সরকারের ভয়ঙ্কর দুর্নীতির বিরোধিতা করতেও।

সরকারের একতরফাভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিপরিতেও প্রতিবাদ করেনি গণজাগরণ মঞ্চ। মঞ্চ ভাঙ্গার প্রতিবাদও করেনি গণজাগরণ মঞ্চ। আমরা বলতে চাই,আমরা ৫ ফেব্রুয়ারি থেকেই শাহবাগ ও শাহবাগের চেতনার সাথে ছিলাম,আছি, থাকব। কারো পায়ে ধরে, কারো ভৃত্য হতে পারবনা। জনগণের আন্দোলনের মুখেই সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামাআত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবেই।

আমরা অবশ্যই গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবীর সাথে সহমত,কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত দাবিগুলো না করলেই নয়ঃ ১। কাদের মোল্লার আপিল শুনানি নিয়ে টালবাহানা বন্ধ কর এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর. ২। অতিসত্বর গোলাম আজমের রায় ঘোষণা করো। ৩। জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর।

৪। ৬ই মে গণজাগরণ মঞ্চ ভাঙ্গার জবাবদিহিতা সরকারকে করতে হবে। আগামী ৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় উপর্যুক্ত দাবীর সহমতে শাহবাগে গণঅবস্থান করুন। জয় বাংলা। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।