আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধুরা

"আরে..... কি ব্যাপার? একটু অন্যরকম লাগতেছে। " ক্লাসে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে গেলো কথার ফুলঝুরি। আমি এর সাথে ওর সাথে একটু মজা করলাম। শুরু হয়ে গেলো একটা নতুন দিন। বুয়েটে প্রায় তিন বছর হয়ে গেল।

কিন্তু প্রতিটি দিন এখনো আগের মতই আছে। সুধু মনের মাঝে এসেছে কিছু পরিবর্তন। সুধু আমার না, সবার। তিন সেকেন্ডে যেখানে জীবন বদলে যায়, সেখানে তিন বছর অনেক দীর্ঘ সময়। আজ সকালে প্রথম যার সাথে দেখা হয়, সে তানভীর।

তার অন্য একটা নাম আছে, বলা যাবে না। পানিশূন্য বোতলের বাড়ি খেতে হবে। আসিফ ছেলে খুব ভালো। কিন্তু সবকিছুতেই তার ভয়। কেন জানি তার কাছে পরিক্ষার ফলাফল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অদ্ভূত মানুষ সে। মুভিপাগল। সুধু দেখার নয়, তার নায়ক নায়িকার নাড়ি নক্ষত্র এবং সমালোচকদের মন্তব্য তার নখ দর্পণে। আমি কখনো এর মানে বুঝি না। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।