আমাদের কথা খুঁজে নিন

   

।। তিনটি ঢেউ ।।

বাঙলা কবিতা ।। তিনটি ঢেউ ।। ---------------- বালুর কিনারে জমা জলের সর থেকে তুলে আনি সেই মুখ, অঞ্জলি পেতে শুকনো ফেনার মতো মনে হয়, অরণ্যের পথে যেতে যেতে মনে হয়: এ কে? দুই. ভিজে যায় মহাশূন্য থেকে টুপটাপ ঝরে পড়ে শূন্যতার মিহিদানা কষ দৃশ্যত ধোঁয়াটে শাদা অথচ পতনমাত্র স্ফটিক- উজ্জ্বল এ রকম ধাঁধা এতো শিহরন তিন. লাজুক কবিতাগুলো ছইটানা রিক্সায় ঘোরে আজ রাতে বিদ্রোহী কিশোর কবি মরে যাচ্ছে দূরে... কারও বুকের ভেতরে --------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।