আমাদের কথা খুঁজে নিন

   

ভোর কিংবা আরেকটা রাত!

জীবনের জন্যই এই সব কথামালা ১. প্রতিটা ভোর জানে কেন এই জেগে উঠা কেন সূর্যের প্রেমে চোখ মেলে থাকা অপেক্ষায় আলো আধার কথা কয় পরস্পর, ভোর জানে জানে ভিজে কুয়াশায় বাতাস বয়ে চলার রহস্য প্রতিটা ভোর জানে, কেন তারা ভোর! অনেকগুলো ভোরের সমবয়সী আমি কিচ্ছু জানিনা কেন চোখ মেলি? কেন পথ চলি, কেন বেচে থাকি? জানিনা কিছুই! ২. নির্ঘুম রাত শতভাবনায় যে কল্পছবি আকে ভোরের সূর্য তা শূন্যে মিলায়! ভিজে কুয়াশা গ্রাসের মত স্বপ্ন খায় প্রতিটা দিন এমনই খাদক; স্বপ্ন খায়, স্বপ্নহীন আমায় উপহাস করে। আমি ধুলোর সাথে মিশে যেতে চাই ধূলো হয়ে দিনকে আধার বানাতে স্বপ্ন গ্রাসী দিন কে একটি রাত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।