আমাদের কথা খুঁজে নিন

   

** গুগল হ্যাক, আমের আচার ও গৃহযুদ্ধ

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! অন্যায়ের বিরুদ্ধে রক্তপাতহীন এক গৌরবময় যুদ্ধে কী-বোর্ড, প্রখর মেধা আর বাংলা মায়ের প্রতি সুতীব্র ভালবাসা থেকে বাংলার যে সহস্র দামাল ছেলেরা লড়াই করেছে, এখন করে চলছে তাদের প্রতি সংগ্রামী সালাম রইল। এই বাঙালীকে কেউ দাবায়ে রাখতে পারবে না। ৫২ তে পারে নাই, ৭১ এ পারে নাই, ভবিষ্যতেও কেউ কোনদিন পারবে না। এত রক্ত এমন অকাতরে কেউ মা,মানুষ ও মাতৃভুমি জন্য দিতে পারে এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে কেন, এই মহাবিশ্বে আর কেউ কোনদিন খুজে পাবে না। পারলে কেউ দেখাক আর একটি ? আমি আমার সাইবারযোদ্ধা ভাইদের মত অতটা এক্সপার্ট না এই লাইনে।

তবে এইটুকু বলতে পারি। প্রথম দু'রাত এই বীরযোদ্ধাদের দেয়া অস্র দিয়ে আমিও রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত যেটুকু পেরেছি পেঁদিয়েছি ব্লাডি ইন্ডিয়াকে। শীতের চলে যাওয়া, শাররীক অনিয়ম কিংবা গত দু-সপ্তাহ ধরে অফিসে কাজের চাপ- যে কারণেই হোক আমি গত তিন-দিন ধরে ভীষণ অসুস্থছিলাম। জ্বর । মুখ তিতা হয়ে গিয়েছে- ভাতের সাথে আমের আচার খেতে ইচ্ছে করছিল খুব।

দোকান থেকে নামকরা দু'টো কোম্পানির আচার কিনে আনলাম। ভাতের সাথে খেতে গিয়ে স্বাদ পেলাম না তেমন। শেষে মায়ের হাতের বানানো (এমনিতে যে আচারটা বেশি খাইনি) আচারটাই নিলাম শেষে। আশ্চর্য এটাতেই খাওয়ার মত স্বাদটা পেলাম। তিন দিন পর তৃপ্তি সহকারে খেলাম।

মা যে বিপদে আপদে কি করে পাশে এসে দাড়ায়- আর একবার টের পেলাম ! ২০, হাজার সাইটে আমরা ফেলানীক(ব্লাডি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রতীক) ঝুলিয়ে দিয়ে আমাদের ন্যায্যদাবী কমকরেও ১০০, কোটি মানুষের কাছে পৌছে দিতে পেরেছি। জ্বরের উত্তপ্ত মাথায় একটা হাজারও প্রশ্ন ঘুরপাক খায়। তেমনি এই এক্সপার্ট হ্যাকার ভাইদের কাছে একটা প্রশ্ন- গুগল, ফেসবুকের মত এমন বড় বড় সাইট কি হ্যাক করা যায় না ? না গেলে কেন যায় না? যদি ভবিষ্যতে কোনদিন প্রয়োজন হয়ে পড়ে ? সামু ছাড়া আমি আর কোন ব্লগে তেমন একটা লিখি না। সবাই যখন ব্লাডি ইন্ডিয়ার সাথে লড়াই করছে- তখন আমি দেশী কোম্পানীর তৈরী Paracetamol 500mg আর Caffeine 65mg দিয়ে লড়াই করছি আমার নিজের শরীরের ভিতর জ্বরের সাথে । ব্লগারদের কাছে দোয়া চাই- যেন এই ইন্টারন্যাল গৃহযুদ্ধটা থেমে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।