আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছিল জল: মমতা

লাইনে আসুন, নইলে........... আন্তর্জাতিক সংবাদাতা পশ্চিম বংগের মুর্খমন্ত্রী মমতা বেনারজি বলেছেন, তার জল ছিল। কিন্তু আজ আর নেই। “ফারাক্কা বাধের একটি কলাপসিবল গেট ভেঙ্গে গেছে। আমার সব জল খসে যাচ্ছে। সেই জল চলে যাচ্ছে বাংলাদেশে।

” এভাবেই দিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের পাওয়ার কথা ৪০ হাজার কিউসেক পানি। গেট ভেঙ্গে জল খসে যাওয়ায় তারা এখন পাচ্ছে ৪৬ হাজার কিউসেক। ৬ হাজার কিউসেক অবৈধ জল তারা পাচ্ছে। এই জল দিয়ে তারা স্নান করবে।

এই জল দিয়ে তারা কাপড় কাচবে। এই জল দিয়ে তারা বাসন ধৌত করবে। এই জল দিয়ে তারা চাদনি রাতে একে অন্যের গায়ে জল ছিটাছিটি খেলবে। এ মেনে নেয়া যায় না। এই গেট ঠিক না হওয়া পর্যন্ত আবার নতুন করে জলের চুক্তি করি কিভাবে? তিনি মনমোহন সিংহের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মনমোহন একটি অভিশাপ।

অবিলম্বে ফারাক্কা বাধের কলাপসিবল গেট মেরামত করে জল খসা ঠেকাতে তিনি দিল্লির প্রতি আহ্বান জানান। মমতা বলেন, "বাধ দে হারামজাদা নইলে মানচিত্র খাব। " পশ্চিম বংগের সবাইকে ফারাক্কা বাধের ভাঙ্গা কলাপসিবল গেটের সামনে ঘটি, বাটি, বালতি, জগ, মগ নিয়ে হাজির হয়ে অবৈধ ৬ হাজার কিউসেক অতিরিক্ত পানি তুলে ভারতের মাটিতে ঢেলে দেয়ার আহ্বান জানান মমতা বেনারজি। সূত্রঃ মতিকন্ঠ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।