আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমতি বাংলো পড়ুন এবং মন্তব্য করুন

আমার দেশ আমার সংস্কৃতি অনেক বছর পর শ্রীমতি বাংলোতে কেউ এল। বড় বাবুর বংশধর, আরবাজ খান। শ্রীমতি বাংলোতে আসার পথে দেখা হয় মনি লাল ও বনফুলের সাথে। পান্না লাল ছিল এক সময় ছিল বড় বাবুর প্রিয় রাধুনী। মনি লাল তার কিশোর ছেলে।

মনি লাল ভালবাসে চঞ্চল কিশোরী পাহাড়ী মেয়ে বনফুলকে। বড় বাবু একজন শাস্ত স্বভাবের মানুষ এবং সে একজন সাইকো। যা তার পাবার নয় তা সে ধ্বংশ করে বা ইচ্ছা হলেই শান্তভাবে মেতে ওঠে ধ্বংশের খেলায়। কিন্তু তার ব্যক্তিতের সাথে ঢাকা পড়ে যায় সব। চা বাগানের সব কর্মীর প্রিয় এই বড় বাবু।

সকল কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেয় বড় বাবু। এক সময় ভাল লেগে যায় পাহাড়ী কিশোরীর চঞ্চলতা। কিন্তু গ্রহন করতে পারে না তাকে। তাই খুন করে বন ফুলকে, দেখে ফেলে মনি লাল। পাহাড়ী দা দিয়ে মনি লাল ও পান্না লালের মাথা দেহ থেকে আলাদা করে দেয়।

এসবই শুনছিল আরবাজ খান পান্না লালের কাছে। কিন্তু পান্না লালের মাথা মাথা যদি দেহ থেকে আলাদা করে দেয় বড় বাবু তবে সে বেঁচে আছে কি ভাবে। আর এবাবেই এগুতে থাকে কাহিনী........... নাটকঃ শ্রীমতি বাংলো সিলেটের চা বাগানের মনোরম লোকেশনে সুটিং করা হবে আগামি মার্চের ১ম অথবা ২য় সপ্তাহে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।