আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ব্যাংকিং- বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি (ইসলামিক ইবুক ডাউনলোড)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ আমাদের দেশে ইসলামী ব্যাংক ও সুদী ব্যাংক নিয়ে সবচেয়ে প্রচলিত মতবাদ হল “ইসলামী ব্যাংকও সুদ দেয় কিন্তু তারা যখন দেয় তখন তাকে বলে মুনাফা আসলে ব্যাপার একিই” সত্যিই কথা বলতে এটা আমাদের না জানার ফল। এটা ঠিক পৃথিবীতে এখনও কোন ইসলামী ব্যাংক সম্পূর্ণ ইসলামী শরীয়াহ পালন করতে পারছেনা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত আছে, তা পালন করার। কেউ পালন করে ৩০% কেউ ৬০% কেউ বা ৮০%। আবার অনেকেই এটা জানেন না যে ইসলামী ফিকাহ এর অনেকটা অংশ জুড়ে রয়েছে ইসলামী অর্থনীতি,যার মধ্যে ইসলামী ব্যাংকিং নিয়ে শত শত পৃষ্ঠা না হাজার হাজার পৃষ্ঠা মূলনীতি ও ব্যাখ্যা রয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

নতুন ধারার এই ব্যাংকিং এর বয়স অবশ্য বেশি দিন নয়। বলা যায় এখনও তার শৈশব কাটেনি। তবে ইতিমধ্যে তার সাফল্যের ছটা চারপাশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে গত শতকে এবং চলতি শতকে এর গোঁড়ার দিকে বেশ কয়েকবার শীর্ষ আসন দখল করেছে বিদেশী মূল্যায়ন প্রতিষ্ঠানের বিচারে। তাছাড়া মার্কিন মুলুকে মন্দার যে ঢেউ আছড়ে পড়ছে দিকে দিকে সেই ঢেউয়ের মুকাবিলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকগুলো।

তাই এর সম্পর্কে কৌতূহল তো থাকবে। ব্যাংকের লেনদেনের টেকনিক্যাল বিষয়ে যাদের গভীরে ডুব দেয়ার ইচ্ছে নেই কিন্তু এই ব্যাংক কিভাবে কাজ করে কি তার বৈশিষ্ট্য,কেমন করে ব্যবসা বাণিজ্য চালায় এবং সেই সঙ্গে মুনাফা কিভাবে করে তা জানার জন্য সহজ করে লেখার চেষ্টা করা হয়েছে এই বইতে। পরিশেষে সকল মুসলমান এর কাছে আবেদন আমরা জানি ইসলাম সুদ কে কোন দৃষ্টিতে দেখে তাই আসুন ভাবার চেষ্টা করি আমরা কি সুদ গ্রহণ করে আল্লাহ ও রসূল এর সাথে যুদ্ধ করব নাকি আমাদের কাছে যে ছোট একটা সুযোগ আছে তা কাজে লাগাব। আসা করি এই বইটি পাঠকদের ভাল লাগবে। মিডিয়াফায়ার ডাউন-লোড লিঙ্ক- ব্যাংক সাইজ- ৪ মেগাবাইট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.