আমাদের কথা খুঁজে নিন

   

BPL : ক্রিকেটীয় বিনোদন নাকি ভারতীয় আগ্রাসন

"লেখার চেয়ে পড়ি বেশি, বলার চেয়ে শুনি বেশি" BPL এর কোনো খেলাই দেখিনি, দেখার ইচ্ছাও আমার নাই। এখানে অর্থের ছড়াছড়ি ছাড়া ক্রিকেট হচ্ছে বলে আমার মনে হয় না। সবকিছু ইন্ডিয়ান IPL এর অনুকরন শুধু ‘দুরন্ত রাজশাহী’র নামটা ছাড়া। আমাদের দেশের সংস্কৃতিতে কি নামের এতই অভাব যে দুরন্ত রাজশাহীর মত আর কোন নাম খুজে পাওয়া গেল না ! ইন্ডিয়া কি অস্ট্রেলিয়ার Big Bash League এর পুরোটাই অনুকরন করেছে? তাহলে আমরা কেন IPL টুর্নামেন্টের নাম থেকে শুরু করে দলের নাম, এমনকি তাদের সংস্কৃতি পর্যন্ত অনুকরন করছি! নাকি এটা আমাদের হীনমন্যতা যে বাংলাদেশি নাম ব্যবহার করলে মানুষ লুফে নিবে না! হাজার হলেও ‘পোলাপাইনের’ খেলা বলে কথা। লোগো উম্মোচন অনুস্থান এ ফ্যাশন শো দেখে আমি ঢাকায় আছি নাকি প্যারিস আছি বুঝতে পারি নাই।

আর ফ্যাশন শো তে মডেলদের সাথে আমাদের আইকন ক্রিকেটারদের দিয়ে যেভাবে ক্যাট ওয়াক করানো হল, বিশেষ করে আশরাফুল এবং মুশফিকুর রহিমেরটা রীতিমতো হাস্যকর লেগেছে। গাধাকে দিয়ে তো আর ঘোড়ার রেইস করানো যায় না। এই নিন ভিডিও লিঙ্কঃ BPL T20 Start Of A New Era In Bangladesh Cricket উদ্ভোধনী অনুস্থান এ বাপ্পি লাহিরীর থিম সং গাওয়া আর ইন্ডিয়ান সেলিব্রিটিদের দিয়ে খোলামেলা নাচ না দেখালেই কি নয়? আমাদের কি আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, সাবিনা ইয়াসমিন, বেবি নাজনিন, সুমন, এলিটা, ন্যান্সি, কনা, আর্টসেল, মাইলস, ওয়ারফেইজ, জেমস, তাহসান, হাবিব, আরেফিন রুমি, সুমি, পড়শী এরা ছিল না? ................বাপ্পি লাহিরী কি আমাদের সংস্কৃতির অংশ? এগুলো কি আমাদের দেশকে হেয় করা হচ্ছে না? অথচ ইন্ডিয়ার কোন প্লেয়ার BPL এ খেলছে না। ইন্ডিয়া চায় না যে IPL এর মত অন্য দেশে কোন খেলা হোক, কারণ এতে ওদের জনপ্রিয়তা কমে যেতে পারে। আমরা সাধারন পাবলিক যতই “খেলার মধ্যে রাজনীতি নেই” বলে চিৎকার করি না কেন, বাস্তবতা হল খেলার মধ্যে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সবই আছে।

BPL 2012 Official Promo তে শুরুটা করা হয়েছে এভাবে “Ladies & Gentlemen, নমস্কার”। এটা কি আমাদের ধর্মীয় অনুভুতির প্রতি আঘাত নয়? এই ভিডিও লিংকে দেখুনঃ Bangladesh Premiure League Promo BPL 2012 যেখানে অনেক জোর করেও আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্ব কে বাড়ানো যায় না, সেখানে কত তাড়াতাড়ি অর্থ কামানোর ধান্দা ও সস্তা বিনোদনের জন্য BPL এর মত টুর্নামেন্ট হয়। হ্যাঁ সবাই জানে- ইন্ডিয়ান IPL এ অর্থের খেলা হয়, বাজির খেলা হয়, তাই বলে তাদের লোকাল ক্রিকেট কে অবহেলা করে নয়। BPL এর সুবাদে আমরা মারকুটে কয়েকজন ব্যাটসম্যান পাবো সত্য, কিন্তু তা সত্যিকারের ক্রিকেট ‘টেস্ট ক্রিকেটে’ কোন কাজে আসবে না। আরেকটা ব্যাপার লক্ষণীয়, BPL এ সুখ্যাত কোন কোম্পানি স্পন্সর করে নি, যাদের আমরা এতদিন বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হিসেবে দেখেছি, যেমনঃ গ্রামীণফোন, বাটা, বেক্সিমকো ইত্যাদি।

তারা এত বোকা না যে রেইট অব রিটার্ন খারাপ হলে তারা দল কিনতে আগ্রহী হবে। তারা ভালো করেই জানে, BPL এত দর্শক টানতে পারবে না এবং মুনাফা করা এত সহজ হবে না। সর্বশেষ আমার কথা হল যে, আমরা ভিনদেশী সংস্কৃতির অন্ধ অনুকরন করছি, তা কিছু কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী লাভ বয়ে আনলেও দিন শেষে তা দেশের জন্য সামগ্রিক ভাবে ক্ষতি ছাড়া লাভ বয়ে আনবে না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।