আমাদের কথা খুঁজে নিন

   

কেবল জাতির নয়, নিজের বিবেকের কাছে প্রশ্ন..... [কপিকৃত {অতিশয় আধুনিকতাবাদিদের না পড়াই উত্তম (নিজ দায়িত্বে পড়ুন)}]

আমার কিছু বলার ছিল From - "নাস্তিকতা একটি সামাজিক ব্যাধি। আসুন আমরা একে প্রতিরোধ করি" টিভি ভর্তি যৌনতা? উহা তো সিনেমা! কাগজভর্তি যৌনতা? উহা তো কবিতা! ক্যাসেটভর্তি যৌনতা? উহা তো সঙ্গীত! বিলবোর্ডভর্তি যৌনতা? উহা তো বিজ্ঞাপন! ক্যানভাসভর্তি যৌনতা? উহা তো পেইন্টিং! পাথরভর্তি যৌনতা? উহা তো ভাস্কর্য! সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে- নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতা? উহা যে শিল্প, উহা যে আর্ট, উহা যে আর্টেরই পার্ট! যদি বলি-- এসো, হাত ধরো, উত্তাপ যোগাও, চার ঠোঁট ঐক্যবদ্ধ করো, একপ্রস্থ চুমু খাও, মাতো উদ্বাহু অধরসঙ্গমে? উহা তো অশ্লীলতা! উহা তো অসভ্যতা! নাকের ডগায় উপর্যুপরি যৌনতার অদৃশ্য মুলা ঝুলানো শিল্প, একদফা চুম্বন চরিত্রহীনতা! (কবি আখতারুজ্জামান আজাদ। হাচা কথা বলার জন্য কবিকে ধন্যবাদ।) যৌনতাকে সমর্থন না করা এই কবিতা শেয়ারের উদ্দেশ্য না । এই কবিতার উদ্দেশ্য যে আমাদের ভবিষ্যত প্রজন্ম যদি খারাপ কাজ করে তাহলে তার দায় কি আমাদের ভবিষ্যত প্রজন্মের নাকি তাকে গিলতে বাধ্য করা ঐ সব "শিল্প" এর? কপিস্থান: একটি ফেইসবুক পেইজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।