আমাদের কথা খুঁজে নিন

   

আজব লোক-মোস্তফা জব্বার !!!

আমি যখন সাংবাদিকতা করতাম (১৯৯০-৯৫) তখন আমার খুব বিশ্বস্থ এক বন্ধু এই লোকটির সম্পর্কে অনেকগুলো গোপন তথ্য আমাকে দেখিয়েছিলেন। মনে পড়ে তার মধ্যে "কী-বোর্ড" লে-আউটের বিষয় ছিল। "কী-বোর্ড" লে-আউট নাকি মুনির চৌধুরী করেছিলেন। অথচ আজ কাগু সব কিছুর মালিক??? লোকটির আরেকজন ঘনিষ্ট বন্ধু ছিল। উনার নামটা সম্ভবত জামাল (আমার ঠিক মনে পড়ছে না) তিনি নাকি বিজয় তৈরীর মূল কারিগর। ভদ্রলোক পরমানু শক্তি কমিশনে চাকুরী করতেন। জানিনা তিনি বেঁচে আছেন কিনা? আমি নিজেই তাঁর কাছ থেকে কম্পিউটার বিষয়ে একটি বই কিনেছি। অথচ জামাল সাহেবের অস্তিত্ব কোথায়ও কেউ দেখেছেন বলে কেউ বলতে পারবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।