আমাদের কথা খুঁজে নিন

   

১ম পোস্টঃ এফিলিয়েট মার্কেটিং এবং আমি

প্রযুক্তির সাথে সহবাস। -- প্রীতম এর বাংলা ব্লগ চালু হল এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ১ম শিক্ষা মূলক সাইট সবাইকে আমার ব্লগে স্বাগতম। এই পোস্টটি এই ব্লগের ১ম পোস্ট। । ১মে কিছুটা নিজের পরিচয় দিয়েই শুরু করতে চাই।

বর্তমান সময়ের টেকি তরুন প্রজন্মের মধ্যে ইন্টারনেটে আয় শব্দটি সম্ভাবত সবচেয়ে বেশী ঘোরাফেরা করছে। বাংলাদেশের মত একটি ৩য় বিশ্বের দেশের জন্য যেটি খুবই ইতিবাচক দিক। কারন পড়াশুনো শেষে আমাদের দেশে চাকরি নামক সোনার হরিণটি হাতে পাওয়া সত্তিই দিনএরপর দিন আরও দুরুহ হয়ে পড়ছে। তাই আমারদের দেশের অনেক মেধাবী সন্তানেরা আজ ঝুকে পরছেন আউটসোর্সইং এর উপর। অনেকেই এখন এই কাজে বেশ ভাল করছেন।

অনেকেই নিজের যোগ্যতা আর মেধাকে কাজে লাগিয়ে দিয়েছেন নিজের আইটি ফার্ম। এখানে মুনির স্যার এর একটি কথা খুব মনে পড়ছে “ চাকরি খুজবনা। । চাকরি দিব। ।

” হ্যাঁ। । সত্তিই তাই। ভাবতেও অবাক লাগে তারা আমাদের দেশের প্রচলিত রীতিনীতিকে ভেঙ্গে চুরমার করে এখন অনেক গ্র্যাজুয়েটকে চাকরি দিচ্ছে। এটা কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় নয়।

যাই হোক, বন্ধুরা আমিও সেই পথের ই একজন পথিক। যে চাকরি খোজার চেয়ে ভবিষ্যতে দেবার স্বপ্ন দেখে। যদিও জানি না এই সপ্ন কতটুকু বাস্তবে রূপ দিতে পারব। তবে আমার ধারনা আমি ঠিক পথেই এগচ্ছি। এই ব্লগটি আসলে আমার একটি ব্যক্তিগত ব্লগ।

যদিও আমি তেমন কেও নই যে আপনাকে আমার সম্পর্কে জানতে হবে। কিন্তু এটা আমার ব্লগের ১ম পোস্ট হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদেরকে আমার সম্পর্কে কিছু জানান। আমি প্রীতম রায় । পড়াশোনা করছি খুলনা ভার্সিটিতে । ১ম বর্ষ।

আমার আগ্রহের ক্ষেত্রগুলো হলঃ • এফিলিয়েট মার্কেটিং। • ওয়েব ডিজাইন। • এস ই ও। • আই ফোন এর অ্যাপ ও গেম ডেভলপ করা। ও • ছোট বড় কিছু সফটওয়্যার তৈরি করা।

আনলাইন এ আয় এর অনেক গুলো পথ আছে। যার মধ্যে রয়েছে….. • ওয়েব ডেভলপিং ও ওয়েব প্রগ্রামিং। • এসইও • এফিলিয়েট মার্কেটিং। • ডাটা এন্ট্রি। • সফটওয়্যার ডেভেলপিং ও টেস্টিং।

• ডেটাবেস প্রগ্রামিং। সহ আরও অনেক ধরনের কাজ। আমি এখানে আপনাদেরকে মূলত এফিলিয়েট মার্কেটিং বিষয়ক আমার জানা বিষয় গুলো শেয়ার করব। সাথে থাকছে ব্লগিং ও এসইও নিয়ে বিস্তারিত আলচনা আর গবেষণা। যদিও আমি নিজে কোন বড় এফিলিয়েট মার্কেটার নই।

আমার মাসিক আয়ও এমন আহামরি কিছু নয়। আমার মূল উদ্দেশ্য হল বাংলা ভাষাভাষীদের জন্য এফিলিয়েট মার্কেটিং বিষয়ে একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা। যেখানে নতুন ও পুরাতনদের সহ অবস্থান সৃষ্টি হবে। ফলে বাড়বে এফিলিয়েট মার্কেটিং বিষয়ে নতুনদের জ্ঞান আর আগ্রহ। আর একটি কথা করো পক্ষেই সব কিছু জানা সম্ভব হয় না।

যে নিজেকে সব জান্তা বলে বা বলতে চায় তিনি আসলে কিছুই জানেন না। আমাদের সকলেরই জানার মধ্যেও ভুল থাকতে পারে। তাই যুক্তি-তর্কের মাধ্যমে সঠিক বিষয়টা জেনে নিন। কিন্তু কোন বিষয়ে সমস্যা মনে হলে প্রশ্ন ও উত্তর এর মাধ্যমে বিষয়টিকে সমাধানের চেষ্টা করুন। কিন্তু সেই বিষয়টিকে ঝগড়ার পর্যায়ে নিয়ে কাউকে ছোট না করার জন্য সকলের প্রতি বিনিত অনুরোধ রইল।

কোন বিষয়ে আপনার ব্যক্তিগত অভিমত থাকতেই পারে। তার মানে এই নয় যে আপনি করো উপর আপনার মতামত, চিন্তাধারা চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন। তাই আসুন আমি এবং আপনারা যা জানি তা সকলের সাথে শেয়ার করি। কারন এটাই একমাত্র পন্থা যার মাধ্যমে আমরা সকলের জ্ঞানকে একত্রিত করে ভাল কিছু পেতে পারি। যদি কোন অভিজ্ঞ জনের চোখে কোন ভুল ধরা পরে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে গঠন মূলক সমলচনা করবেন।

ভুল গুলো ধরিয়ে দিয়ে সকলের উপকার করবেন। কিন্তু দয়া করে কেও স্পামিং করবেন না। যাই হোক। এটা এই ব্লগের ১ম পোস্ট। সম্ভাবত এটা বাংলাদেশে এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ১ম ব্লগ।

তাই এফিলিয়েট মার্কেটিং শিখতে পরবর্তী পোস্ট গুলোতে আমার সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কাল। নতুন পোস্ট নিয়ে। এই পোস্ট বিসয়ে আপনার মতামত আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে।

ও আর একটি কথা এই ব্লগটিকে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভালো থাকুন। নিরাপদ থাকুন। প্রীতম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।