আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ১০০% ফ্রি এডভাইস !! পড়লে কামে দিবো, না পড়লে পস্তাইবেন !!

শুধু চাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ। কখনও কখনও ঝুঁকি নাও ! সব সময় সত্যি কথা বল ! কাউকে মুখের উপর না করোনা ! জীবনে কখনও কাউকে বল, "ভালবাসি" ! সত্যিকারের ভালোবাসা অনুভব করো ! বোকাটাকে বল যে সে তোমাকে কষ্ট দেয় ! অপমান যার প্রাপ্য, তাকে আবার ছেড়োনা ! যদি মন চায়, বৃষ্টিতে ভিজে একাকী বসে কান্না করো ! পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসতে থাকো ! হয়তোবা পারদর্শী না, তবুও নাচতে পারো ! বোকার মত ছবির জন্য পোজ দিতে পারো ! কাউকে HUG কর, যখন তার খুবই দরকার ! শিশুদের মত দুষ্টু হও ! বাবা-মাকে কষ্ট দিও না ! Live, Love ! Laugh ! And Keep Smiling....কেননা, U LIVE JUST ONCE !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।