আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পাঠশালাঃ বানিয়ে নিন জুতা/স্যান্ডেল র‌্যাক, একটু অন্যরকম করে

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু যেসব জিনিস লাগবেঃ - কলম / মার্কার - কাঁচি - স্কচটেপ - রুলার - শক্ত কাগজ (বিস্কুটের কার্টন হতে পারে) - একটি দরজা - কিছু জুতা/স্যান্ডেল যেভাবে করতে হবেঃ শক্ত কাগজটিতে প্রস্থে এক ইঞ্চি বা এর একটু বেশি পরিমান জায়গা রেখে কলম / মার্কারের সাহায্যে দাগ দিয়ে কাঁচির সাহায্যে লম্বা করে কাটতে হবে। এরকম দুটি কাগজের টুকরো লাগবে। কাগজের টুকরো দুটি দরজার সাথে স্কচটেপ দিয়ে ছবির মত করে এমনভাবে শক্ত করে লাগাতে হবে যাতে এর মাঝে জুতা/স্যান্ডেল রাখা যায়। একইভাবে আরো কিছু বানিয়ে নিন। জুতা/স্যান্ডেল আড়াল করার জন্য দরজায় একটি পর্দা লাগাতে পারেন। আরো ২টি টেকিপোস্ট মাত্র ২ সেকেন্ডে টি-শার্ট ভাঁজ করা শিখুন (ভিডিও টিউটোরিয়াল সহ) টয়লেট পেপার থেকেই তৈরি করুন টিস্যু পেপার বক্স  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.